পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষা অভিযানের টাকা বন্ধ করল কেন্দ্র, ঘুম উড়েছে নবান্নর

   আবাস যোজনা, একশো দিনের পর এবার সমগ্র শিক্ষা অভিযান (Nabanna)! ফের কেন্দ্রীয় প্রকল্পে পশ্চিমবঙ্গকে টাকা দেওয়া বন্ধ করল মোদী সরকার। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সম্প্রতি…

delhi high court orders tmc rajya sabha mp saket gokhale to pay rs 50 lakh damages for defamatory case against former diplomat , রাজ্যসবার তৃণমূল সাংসদ সাকেত গোখলেকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রকাশ্যে ক্ষমাভিক্ষার নির্দেশ
  

আবাস যোজনা, একশো দিনের পর এবার সমগ্র শিক্ষা অভিযান (Nabanna)! ফের কেন্দ্রীয় প্রকল্পে পশ্চিমবঙ্গকে টাকা দেওয়া বন্ধ করল মোদী সরকার। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সম্প্রতি রাজ্যকে সাফ জানিয়ে দিয়েছে, ‘পিএম শ্রী’ চুক্তি না করলে ‘সমগ্র শিক্ষা অভিযান’-এর টাকা দেওয়া যাবে না। কেন্দ্রের এই পদক্ষেপে চিন্তায় নবান্ন।

এক্ষেত্রে বলে রাখা ভালো, ‘সমগ্র শিক্ষা অভিযান’কে কেন্দ্রীয় প্রকল্প হিসেবে অভিহিত করা হলেও রাজ্যগুলিও এই প্রকল্পে টাকা দেয়। সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে কেন্দ্র দেয় ৬০ শতাংশ ও রাজ্য দেয় ৪০ শতাংশ টাকা। এদিকে কেন্দ্রে সিদ্ধান্তে কথা সামনে আসতেই কড়া প্রতিক্রিয়া দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

   

কেন্দ্রের থেকে টাকা চেয়ে চিঠি দিয়েছে রাজ্য। একই সঙ্গে নবান্নের সাফ দাবি, কেন্দ্রের যুক্তি অসংবিধানিক। এভাবে কোনও কারণ ছাড়া উদ্ভট যুক্তি দেখিয়ে টাকা বন্ধ করে দেওয়া যায় না। এই প্রকল্পের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে লক্ষ লক্ষ শিক্ষার্থী। এভাবে রাতারাতিই টাকা বন্ধ করে দিলে ব্যাপক সমস্যার সৃষ্টি হবে।

৮০ লক্ষ টাকায় উপনির্বাচনের টিকিট বিক্রি করেছে বিজেপি! বিস্ফোরক তথ্য ফাঁস কর্মীদের

জানুয়ারি মাস থেকে সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পের টাকা বকেয়া রয়েছে রাজ্যের। সূত্রের খবর, কেন্দ্রে কাছে এই প্রকল্পে পায় ২০০০ কোটি টাকা পায় রাজ্য। চলতি অর্থবর্ষের টাকাও এখন সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে রাজ্যকে বরাদ্দ করেনি কেন্দ্র। মূলত এই বিষয়টি উল্লেখ করেই চিঠি দিয়েছে নবান্ন।

সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পের মধ্যে টাকায় স্কুলের পরিকাঠামো নির্মাণ, স্কুল বিল্ডিং তৈরি সহ একাধিক কাজ হয়। রাজ্যের দাবি, কেন্দ্রীয় অর্থ মন্ত্রক টাকা দেওয়ার ছাড়পত্র দিলেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ইচ্ছা করে সেই টাকা আটকে রেখেছে।

বাগদায় বিপাকে পদ্ম শিবির! নির্দল প্রার্থী হচ্ছেন ‘বিক্ষুব্ধ’ বিজেপি নেতা

কয়েক মাস আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য সর্বশিক্ষা অভিযানের টাকা পাঠায়নি। কী কারণে সেই টাকা পাঠানো হয়নি, তা নিয়েও মুখ খোলেন তিনি। ব্রাত্য বলেন, প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়ার (পিএমশ্রী)-র সঙ্গে মউ স্বাক্ষর করেনি রাজ্য। তাই টাকা দেওয়া হয়নি।