নদিয়ায় বিজেপি কর্মী খুন, পরিবারের আঙুল তৃণমূলের দিকে

Nabadwip political murder

নবদ্বীপ: নদিয়ার নবদ্বীপে প্রকাশ্যে খুনের ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক মহল। অভিযোগ, বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে আক্রমণ করা হয় বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিককে। বেধড়ক মারধর করা হয় তাঁকে৷ প্রাণ হারান তিনি৷ পরিবারের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই রাজনৈতিক কারণে সঞ্জয়কে খুন করেছে।

বাড়ি ফেরার পথে আক্রমণ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেদিন রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন সঞ্জয় ভৌমিক। সেই সময় তাঁর বাড়ির কাছেই কয়েকজন যুবকের মধ্যে বচসা চলছিল। সঞ্জয় তা থামাতে গেলে উল্টে তাঁর উপরই চড়াও হয় ওই যুবকেরা। অভিযোগ, বেধড়ক মারধর করার পর কোনওমতে সঞ্জয় বাড়ির ভিতরে আশ্রয় নেন। কিন্তু সেখানেও হামলাকারীরা ঢুকে তাঁকে নির্দয়ভাবে পেটায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

   

তৃণমূলের দিকে অভিযোগ

পরিবারের দাবি, হামলায় জড়িত যুবকেরা সকলেই তৃণমূল ঘনিষ্ঠ। তাঁদের কথায়, “রাজনৈতিক কারণেই পরিকল্পনা করে খুন করা হয়েছে সঞ্জয়কে।” ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। সঞ্জয় ভৌমিকের মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন