Paschim Bardhaman: দুর্গাপুরের গবেষক ছাত্রীর রহস্যজনক মৃত্যু সুইডেনে

সুইডেনে গবেষণা করতে গিয়ে রহস্যমৃত্যু দুর্গাপুরের এক তরুণীর। পরিবারের অভিযোগ খুন করা হয়েছে তাদের মেয়েকে। শুধু দেহ ফিরিয়ে আনা নয় বরং দোষীদের শাস্তির দাবি করছে…

Dead body recovered from Burdwan University

সুইডেনে গবেষণা করতে গিয়ে রহস্যমৃত্যু দুর্গাপুরের এক তরুণীর। পরিবারের অভিযোগ খুন করা হয়েছে তাদের মেয়েকে। শুধু দেহ ফিরিয়ে আনা নয় বরং দোষীদের শাস্তির দাবি করছে পরিবার। গোটা ঘটনায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে।

সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয় থেকে নিউরো সাইন্স নিয়ে পোস্ট ডক্টরেট করছিলেন রোশনি। গত মাসের ২৯ সেপ্টেম্বর পরিবারের সঙ্গে শেষ তার শেষ কথা হয়। ৩০ তারিখ থেকে তার সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন।

এরপর পরিবারের লোকজন ১২ অক্টোবর যখন যোগাযোগ করেন তখন পুরো ঘটনাটি সামনে আসে। লালবাজার থানার পুলিশ ওই পরিবারকে ফোন করে এবং বলে তার মেয়ের মৃত্যু হয়েছে।

মৃতার মা জানিয়েছেন হোস্টেল থেকে তার মেয়েকে খুন করা হয়েছে এমনটাই জানানো হয়। তবে কেনও এবং কোন কারণে তাদের মেয়েকে খুন করা হয়েছে। এই কোনও তথ্যই পরিবারের কাছে নেই।