Humayun Kabir: নতুন দল তৈরির হুঁশিয়ারি হুমায়ুন কবীরের

ইউসুফ পাঠানকে প্রার্থী করায় ক্ষোভ হুমায়ুন কবীরের (Humayun Kabir)। মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর দলের উপর সুর চড়ালেন মঙ্গলবার। শুধু তাই নয় ঘাসফুল শিবির ছাড়ারও…

ইউসুফ পাঠানকে প্রার্থী করায় ক্ষোভ হুমায়ুন কবীরের (Humayun Kabir)। মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর দলের উপর সুর চড়ালেন মঙ্গলবার। শুধু তাই নয় ঘাসফুল শিবির ছাড়ারও কথা বলেন তিনি। এখানেই শেষ নয়, প্রয়োজনে নতুন দল কারার হুঁশিয়ারি দিয়ে রাখেলন হুমায়ুন কবীর।

ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবীর বারেবারে দলকে অস্বস্তিতে ফেলেছেন! অতীতেও দল বিরোধী মন্তব্যে তিনি খবরের শিরোনামে উঠে এসেছেন। এইবার তিনি সুর চড়ালেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করায়।

   

মঙ্গলবার তিনি সাংবাদিকদের মুখোমুখি বলে জানান যে, এই সিদ্ধান্ত তিনি মেনে নিতে পারছেন না। দলের বিরুদ্ধে তিনি তাঁর ক্ষোভের কথা উগড়ে দেন। প্রয়োজনে নতুন দল করার কথা ভাববে বলে জানান।

Advertisements

প্রসঙ্গত ১০ মার্চ তৃণমূলের মেগা শো দেখেছে গোটা দেশ। আর সেইখানেই নাম ঘোষণা হয়েছে প্রাক্তন অলরাউন্ডাড় ইউসুফ পাঠানের নাম। তিনি রাজনীতির ময়দানে নবাগত হলেও ইতিমধ্যে তিনি খবরের শিরোনামে। অনেকে বলছে এইতা তৃণমূলের মাস্টারস্ট্রোক। তবে আপাতত দলের ভিতরে প্রার্থী নিয়ে যথেষ্ট ক্ষোভের সৃষ্টি হয়েছে অনেক জায়গায়।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News