Murshidabad: রাতেও বিক্ষিপ্ত হামলা ডোমকলে, তৃণমূলের দাবি ‘গুলি চালিয়েছে সিপিএম’

দিনভর বিক্ষিপ্ত সংঘর্ষের জের রাতেও চলেছে। নতুন করে গরম ডোমকল। শাসকদল তৃণমূলের দাবি, গুলি চালিয়েছে সিপিএম। অন্তত চার টিএমসি সমর্থক গুলিবিদ্ধ। তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক…

Murshidabad: রাতেও বিক্ষিপ্ত হামলা ডোমকলে, তৃণমূলের দাবি 'গুলি চালিয়েছে সিপিএম'

দিনভর বিক্ষিপ্ত সংঘর্ষের জের রাতেও চলেছে। নতুন করে গরম ডোমকল। শাসকদল তৃণমূলের দাবি, গুলি চালিয়েছে সিপিএম। অন্তত চার টিএমসি সমর্থক গুলিবিদ্ধ। তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগেই গুলি চালানোর অভিযোগে সরগরম মুর্শিদাবাদ (Murshidabad) জেলার অন্যতম সংঘর্ষ কবলিত এলাকা ডোমকল।

ঘটনাস্থল ডোমকলের জোতকানা তুলসীপুর। এখানেই চলেছে গুলি। তৃণমূলের দাবি, বাম মিছিল থেকে গুলি চলে। তবে অভিযোগ অস্বীকার করেছে সিপিআইএম। তাদের দাবি, মিছিলে হামনা করতে এসেছিল তৃণমূল। তাড়া খেয়ে পালানোর সময় তাদের আশ্রিত কয়েকজন দুষ্কৃতি গুলি চালায়। নিজেদের গুলিতে নিজেরাই জখম হয়েছে।

Advertisements

এই ঘটনা ঘিরে ডোমকল ফের অশান্ত। নতুন করে রাজনৈতিক সংঘর্ষ ছড়াচ্ছে। তৃণমূল ও বাম সংঘর্ষে জখম বেশ কয়েকজন।