Murshidabad: মুর্শিদাবাদে গুলি করে খুন করা হলো কংগ্রেস সমর্থককে

পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনেই মৃত্যুর সংবাদ ইঙ্গিত দিল রাজ্যে আগামী কয়েকদিন কী হতে চলেছে। মুর্শিদাবাদের (murshidabad)  খড়গ্রামে গুলি করে খুন করা হলো কংগ্রেস সমর্থককে।

খড়গ্রাম থানার রতনপুর নলদীপ গ্রামে হয়েছে হামলা। গুলিবিদ্ধ নিহতের নাম ফুলচাঁদ শেখ।জানা গিয়েছে কেরলে কাজ করতেন তিনি। সম্প্রতি তিনি বাড়ি ফিরেছিলেন। এদিন তাঁকে বাড়ির সামনে গুলি করা হয়। কয়েকজন বাইক আরোহী এসে ফুলচাঁদকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কংগ্রেস সমর্থকের।

   

খড়গ্রামের পরিস্থিতি তীব্র উত্তেজনাপূর্ণ। কংগ্রেস কর্মীদের ক্ষোভ শুরু। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা নিয়ে শুক্রবার দিনভর মুর্শিদাবাদের পরিস্থিতি ছিল গরম। মনোনয়ন জমা ঘিরে বাম ও কংগ্রেসের সাথে তৃণমূলের সংঘর্ষ হয় একাধিক এলাকায়। বাম-কংগ্রেসের যৌথ হামলার অভিযোগ উঠেছে রানিনগর এবং ইসলামপুরে। এখানে আক্রান্ত শাসকদল তৃণমূল কংগ্রেস। পুলিশের সামনেই তৃণমূল কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন