Murshidabad: ‘হুমায়ূন আগুন নিয়ে খেলছেন’, হুঁশিয়ারি দিলেন সিদ্দিকুল্লাহ

ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীরের বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বললেন, “দলবিরোধী কাজ করতে করতে বিধায়ক খুব ক্লান্ত। এখন আরাম করছেন।…

short-samachar

ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীরের বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বললেন, “দলবিরোধী কাজ করতে করতে বিধায়ক খুব ক্লান্ত। এখন আরাম করছেন। দলে থেকে দলবিরোধী কাজ করব, এটা কিন্তু হবে না।” বিদ্রোহী তৃণমূল কংগ্রেস বিধায়কদের নিয়ে (murshidabad) মুর্শিদাবাদ সরগরম।

   

প্রসঙ্গত, শুক্রবার মুর্শিদাবাদের ভরতপুর দুই নম্বর ব্লকে তৃণমূলের তরফে একটি সভার আয়োজন করা হয়। সেখানে প্রধান বক্তা ছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। কর্মসূচিতে দেখা যায় দলীয় নেতা-কর্মীরা বিরোধীদের “দুর্বলতাকে” মানুষের সামনে তুলে ধরেন। কিন্তু এই বৈঠকে দেখা গেল, এক বিধায়ক দলেরই অপর বিধায়ককে বিঁধলেন।

সিদ্দিকুল্লাহ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে কটাক্ষ করে বলেন, “হুমায়ূন আগুন নিয়ে খেলছেন।” উল্লেখ্য, তৃণমূলের পক্ষ থেকে যে সভার আয়োজন করা হয়, সেখানে ব্লক সভাপতি উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন বিধায়ক হুমায়ূন। সে প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন সিদ্দিকুল্লাহ।

হুমায়ূনকে তিনি বলেন, “জনগণকে দল বিরোধী করবেন না।” এই মন্তব্যও করেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকলে বিরিয়ানি খেয়ে চলে যাবেন।” পঞ্চায়েত ভোটের আগেই শাসকদলের বিধায়কদের মধ্যে কোন্দল দলের অস্বস্তির কারণ।