মুর্শিদাবাদের (Murshidabad) ভুয়ো শিক্ষক নিয়োগের ঘটনায় গ্রেফতার আরো এক। সিআইডির জালে জঙ্গিপুরের শিক্ষা আধিকারিক সুশীল কুমার বর্মন। তিনি অ্যাসিস্টেন্ট ইন্সপেক্টর অফ স্কুল অফিসের আধিকারিক। ওয়েবসাইটে অনিমেষ তিওয়ারির মাইন্ড সংক্রান্ত ফাইল আপলোড করেছেন। এখন খোঁজ মিলছে না সেই ফাইলের।
মুর্শিদাবাদের স্কুলের ভুয়ো শিক্ষক নিয়োগের ঘটনায় শিক্ষা দফতরের এক আধিকারিককে সিআইডি গ্রেফতার করেছে। এই ঘটনার যে মূল অভিযুক্ত অনিমেষ তিওয়ারি তার নিজের স্কুলে ছেলেকে চাকরি দেওয়ার অভিযোগ ছিল। সেই ঘটনায় আশীষ তিওয়ারি এবং অনিমেষ তিওয়ারিকে আগেই সিআইডি গ্রেফতার করেছিল। এবং তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে উঠে আসে যে সেখানে একটি ফাইল পাওয়া যাচ্ছে না। সেই ফাইলের খোঁজ করতে গিয়ে শিক্ষা দফতরের যে আধিকারিক তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পেশ করা হয়। তাকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।