Murshidabad: মমতার পুলিশের কত গুলি আছে দেখব হুঁশিয়ারি হুমায়ূনের

মন্ত্রী ফিরহাদ হাকিমকে পাঠিয়েও ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা সফল হয়নি, বিদ্রোহে অনড় হেভিওয়েট তৃণমূল. (Tmc) বিধায়ক (Humayun Kabir) হুমায়ূন কবীর। মঙ্গলবার তাঁর ডাকে বহরমপুরে জনসভা ঘিরে…

Murshidabad: মমতার পুলিশের কত গুলি আছে দেখব হুঁশিয়ারি হুমায়ূনের

মন্ত্রী ফিরহাদ হাকিমকে পাঠিয়েও ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা সফল হয়নি, বিদ্রোহে অনড় হেভিওয়েট তৃণমূল. (Tmc) বিধায়ক (Humayun Kabir) হুমায়ূন কবীর। মঙ্গলবার তাঁর ডাকে বহরমপুরে জনসভা ঘিরে (Murshidabad) মুর্শিদাবাদ তেতে গেছে। পুলিশ সেই সভার অনুমতি না দেওয়ায় আরও বিতর্ক। সভা করতে অনড় হুমায়ূন কবীর। তাঁকে শান্ত করতে গেছিলেন ফিরহাদ হাকিম। জেলা তৃনমূল কংগ্রেস সূত্রে খবর, মন্ত্রীর চেষ্টা বিফলে গেছে।

পঞ্চায়েত ভোটে নিজের অনুগামীদের দলীয় প্রার্থী করতে পারেননি হুমায়ূন কবীর। তিনি এর পরেই অনুগামীদের নির্দল হিসেবে প্রার্থী করে দেন। শুরু হয় সংঘাত। ভোটের আগে সেই সংঘাত আরও বাড়ছে।

প্রকাশ্যে তৃণমূল নেত্রীকে হুঁশিয়ারি দিতে মরিয়া বিদ্রোহী বিধায়ক হুমায়ূন কবীর। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন কারোর কোনও হিম্মত নেই আমার কিছু করার। পাশাপাশি মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আরও একদফা হুঁশিয়ারি দিতে চান বলেও জানিয়েছেন তিনি। সব মিলে মঙ্গলবার বহরমপুর সরগরম হবে তার ইঙ্গিত সোমবার সন্ধে থেকেই স্পষ্ট। হেভিওয়েট বিদ্রোহী বিধায়ক হুমায়ূন কবীরের জনসভায় অনুমতি দিল না পুলিশ।

জনসভার অনুমতি না মিললেও ভরতপুরের বিধায়র হুমায়ূন কবীর বহরমপুরের টেক্সটাইল মোড়ে সভা করতে মরিয়া। জানা যাচ্ছে ভরতপুর সহ আসে পাশের এলাকা থেতে হাজার খানেক হুমায়ূন অনুগামী সভায় আসবেন। ফলে তৃ়নমূল বনাম নির্গল সংঘর্ষের আশঙ্কা বাড়ছে।

Advertisements

পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদেই চার বিধায়কের বিদ্রোহী মেজাজ চরমে। এর জেরে চারটি বিধানসভার পঞ্চায়েতস্তরে শাসকদলের গলার কাঁটা বিদ্রোহী বিধায়কদের অনুগামী প্রার্থীরা।

ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবীরের পাশে দা়ঁড়িয়েছেন জেলার আরও তিন বিধায়ক। এই তালিকায় সামিল রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী, নওদার শাহিনা মমতাজ, জলঙ্গীর আব্দুল রেজ্জাক। জানা যাচ্ছে, কবীরের বিরুদ্ধে তৃণমূল শীর্ষ নেতৃত্ব কোনও পদক্ষেপ নিলেই তারাও একযোগে পদত্যাগ করবেন।