Murshidabad: রানিনগরে খুন কংগ্রেস কর্মী, রাজ্যপাল যাচ্ছেন

পঞ্চায়েত ভোটের ঠিক আগে রাজ্যপাল যখন মুর্শিদাবাদ (Murshidabad) সফর করছেন, ঠিক তখনই খুন করা হল কংগ্রেস কর্মীকে। রানিনগরে এই খুন হয়। রানিনগরে নিহত কংগ্রেস কর্মীর নাম অরবিন্দ মন্ডল। তাকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ।

কংগ্রেসের অভিযোগ, তৃণমূল খুন করেছে। অভিযোগ অস্বীকার করেছে টিএমসি। রাজ্যপালের সফরের মাঝে এই খুন হলো। মনোনয়ন জমার দিন খড়গ্রামে খুন করা হয় আরও এক কংগ্রেস কর্মীকে। 

   

রাজ্যপালের সফরের দিনেই ফের বিস্ফোরণ মুর্শিদাবাদে। বোমা বাঁধার সময় বিস্ফোরণে আঙুল উড়ে যায় দুই কংগ্রেস কর্মীর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আহতদের ভর্তি করা হয়েছে জঙ্গিপুর হাসপাতালে।

জানা গেছে, মুর্শিদাবাদের ফরাক্কার অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের তোফাপুরের বাসিন্দা আবদুল লতিফ ও আফতারুল শেখ। আবদুল লতিফের দিদি তোফাপুরের কংগ্রেস প্রার্থী।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন