Murshidabad: বিপুল টাকা গুণে নিল সিবিআই, তৃ়ণমূল বিধায়কের কী হবে?

বিপুল টাকা বাজেয়াপ্ত  ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়ি থেকে। প্রায় ২৫ লক্ষ টাকা নগদ টাকা উদ্ধার করেছে সিবিআই। বিধায়কের দাবি তার এই টাকা জমি…

বিপুল টাকা বাজেয়াপ্ত  ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়ি থেকে। প্রায় ২৫ লক্ষ টাকা নগদ টাকা উদ্ধার করেছে সিবিআই। বিধায়কের দাবি তার এই টাকা জমি বিক্রির। তবে এলাকাবাসীর একাংশ বলছেন মাত্র ২৫ লাখ! জাফিকুলের প্রাসাদ দেখলেই আন্দাজ করা যায় ও একটা কালো টাকার কুমির।  বিধায়কের বাড়ি থেকে টাকা উদ্ধারের পর প্রশ্ন এবার সিবিআই কী করবে? বিধায়ক কি গ্রেফতার হবেন? মুর্শিদাবাদ (Murshidabad) জেলা তৃণমূল নীরব। রাজ্য নেতারা চুপ।

Jafikul islam

সকাল থেকে সিবিআই তল্নাশিতে গরম ডোমকল।বিধায়কের বিশাল প্রাসাদের মতো বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রেখে চলে সিবিআই অভিযান। ব্যাঙ্ক থেকে টাকা গোনার মেশিন এনে টাকা গোনা হয় নিয়োগ দুর্নীতি তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের পর আরও এক তৃণমূল বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হলো নগদ টাকা। 

শিক্ষামন্ত্রী ও তৃণমূল মহাসচিব থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে বিপুল টাকা মিলেছিল। জেলে আছে পার্থ। আর জাফিকুলের বাড়িতে ২৫ লাখ টাকা মিলেছে। কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবসায়ী জাফিকুল কালো টাকার কুমির বলেই ডোমকলে পরিচিত।

Jafikul islam

নিয়োগ দুর্নীতির তদন্তে বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে সিবিআই অভিযানে মুর্শিদাবাদ জেলা তৃ়ণমুল নেতারা আতঙ্কিত। এর আগে জেলার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করা হয়। তার সাথে জাফিকুলের সংযোগ সূত্র মিলেছে বলে তদন্ত চালাচ্ছে সিবিআই।