Anis Khan: মূল সাক্ষীকে সরানোর ছক? আনিস খানের ভাইয়ের মাথা কাটার চেষ্টা

ফের সরগরম (Howrah) হাওড়া। এবার ছাত্র নেতা নিহত (Anis Khan) আনিস খানের ভাই সলমনকে কুপিয়ে খুনের চেষ্টা করা হলো। শুক্রবার রাতে আনিসের ভাই সলমন খানকে…

Anis Khan: মূল সাক্ষীকে সরানোর ছক? আনিস খানের ভাইয়ের মাথা কাটার চেষ্টা

ফের সরগরম (Howrah) হাওড়া। এবার ছাত্র নেতা নিহত (Anis Khan) আনিস খানের ভাই সলমনকে কুপিয়ে খুনের চেষ্টা করা হলো। শুক্রবার রাতে আনিসের ভাই সলমন খানকে আঘাত করা হয়। হামলাকরী চেয়েছিল সলমনের মাথা কেটে নিতে।

হামলার পর মাথায় গুরুতর আঘাত নিয়ে পড়ে থাকেন সলমন। তাঁর স্ত্রীর চিতকারে এলাকাবাসী এসে রক্তাক্ত সলমনকে হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা গুরুতর। জখম সলমন উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

হাওড়ার ছাত্র নেতা আনিস খান হত্যা মামলার সাক্ষী সলমন। আনিসের মৃত্যুর পর সে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেয় সলমন।

নিহত আনিসের বাবার বক্তব্য, ছেলের মৃত্যুর মামলায় মূল সাক্ষী ছিল সলমন। তাকে সরিয়ে দিতেই হামলা করা হয়েছে। সলমনের পরিবারের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাত ১ টা ১৫ নাগাদ আচমকা বাড়িতেই হামলা চালায় অজ্ঞাত পরিচয় ব্যক্তি। মাথায় গুরুতর আঘাত নিয়ে পড়ে থাকে সলমন। রাত ৩ টে নাগাদ আমতা থানার পুলিশ উপস্থিত হয়৷ তারা সমস্ত তথ্য সংগ্রহ করে নিয়ে গেছে৷

হাওড়ার ছাত্র নেতা আনিস খান হত্যা মামলার মূল সাক্ষী সলমন। তাকে খুনের চেষ্টার পিছনে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতির হাত থাকতে পারে বলে অভিযোগ আনিস খানের বাবা সালেম খানের। 

Advertisements

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে ছাত্রনেতা আনিস খানের মৃত্যুকে ঘিরে বারবার তোলপাড় হয় রাজ্য রাজনীতি। আমতার সারদা গ্রামের দক্ষিণ খাঁ পাড়ার বাসিন্দা আনিসের মৃত্যুর জন্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলে তাঁর পরিবার৷ ঘটনায় একজন সিভিক ভলেন্টিয়ার ও একজন হোমগার্ডকে গ্রেফতার করা হয়৷ সেই ঘটনার রেশ ধরে লাগাতার আন্দোলনে সরব সিপিআইএম।

আনিস খানের মৃত্যু মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন। তদন্তভার দেওয়া হয়েছে রাজ্য পুলিশের ওপর৷ যদিও রাজ্যের পুলিশের ওপর বিন্দুমাত্র আস্থা রাখছে না আনিস খানের পরিবার৷ সিবিআই তদন্তের দাবি জানিয়ে বারবার সরব হয়েছে তাঁরা। এরই মধ্যে সলমনের ওপর হামলায় পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে।