Malda: লোকসভা ভোটের আগেই খুনের অভিযোগ রাজ্যে

Malda

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠেছে পুরাতন মালদার (Malda) সাহাপুরে। সকাল থেকে উত্তেজনা ছড়িয়েছে সমগ্র এলাকা জুড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই মালদার নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে স্থানীয়রা ।

Advertisements

পুলিশ সূত্রে জানা যায় তাপস দাস (৩০) নামে এই যুবকের , মৃতদেহ উদ্ধার করা হয় রক্তাক্ত অবস্থায় তার বাড়ি থেকে কিছুটা দূরে । সকাল ৬ টার সময় সে আজ বাড়িতেই ছিল। তার বাবার সাথে দেখা হয় তার। তারপর বাড়ি থেকে বেরোলেই তাকে খুন করা হয় বলে অভিযোগ । খুন করা হয় চাকু দিয়ে বলে জানা যায়। পুলিশ সূত্রে আরও জানা যায় পুরানো কোন বিবাদের জেরেই তাকে খুন করা হয়েছে বলে অনুমান ।

Advertisements

তবে এই খুনের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতর তৈরি হয়েছে মালদার সাহাপুরে। কারন বিজেপি দাবি করছে এই তাপস দাস বিজেপি সমর্থক আবার অপরপক্ষে শাসক দল অভিযোগ তুলেছে এই খুন হওয়া ব্যাক্তি তাদের দলীয় সক্রিয়কর্মী ।তবে এখনও পর্যন্ত এই ঘটনার সঠিক তথ্য উদ্ধার হয়নি তাই তদন্ত এখনও চলছে ।