Municupal Election: কমিশনের অবাধ শান্তিপূর্ণ ভোট লুঠ হয়েছে: দিলীপ ঘোষ

Dilip Ghosh

Municupal Election
রাজ্যের ১০৮ টি পুরসভায় নির্বাচন হয়ে গেল। তবে ভোট লুঠ, বুথ জ্যাম, মারধর, অশান্তি,উত্তেজনার ছবি উঠে এসেছে। এই পরিপ্রেক্ষিতে কমিশনকেই কটাক্ষ করলেন সাংসদ ও বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, যেরকম শান্তিপূর্ণ অবাধ ভোটের কথা বলেছিল নির্বাচন কমিশন সেরকমই অবাধ ভোট লুঠ হয়েছে।পুরভোটে সন্ত্রাসের কারণে রাজ্যে সোমবার ১২ ঘণ্টার বনধ পালন করবে বিজেপি এমনই জানিয়েছে।

Municupal Election: কমিশনের অবাধ শান্তিপূর্ণ ভোট লুঠ হয়েছে: দিলীপ ঘোষ

   

খড়গপুর শহরের নিজের বাংলো থেকে অবাধ ভোট লুঠের জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের আশ্বাসকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ দিলীপ ঘোষ বলেন, সকাল থেকে ভালো ভোট চললেও বিকেল চারটার পর থেকে তৃণমূল কংগ্রেস বাইক বাহিনী অবাধে ভোট লুট করেছে খড়্গপুরে।

তিনি আরো বলেন মানুষ তার নিজের ভোট নিজে দিতে পারল না তাহলে এরা আরও ৫ বছর বোর্ড করবে এবং লুঠ করবে সারা রাজ্যেই এই ধরনের ঘটনা ঘটেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন