কাজ হারাতে পারেন কয়েক হাজার পুরকর্মী! চার্জশিটে বিস্ফোরক দাবি সিবিআইয়ের

পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডের চার্জশিটে বিস্ফোরক দাবি করল সিবিআই (Municipality Recruitment Scam)। কেন্দ্রীয় সংস্থার দাবি, ২০১৪ সালের পর রাজ্যের পুরসভাগুলিতে যা নিয়োগ হয়েছে, তার সিংহভাগই…

পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডের চার্জশিটে বিস্ফোরক দাবি করল সিবিআই (Municipality Recruitment Scam)। কেন্দ্রীয় সংস্থার দাবি, ২০১৪ সালের পর রাজ্যের পুরসভাগুলিতে যা নিয়োগ হয়েছে, তার সিংহভাগই ভুয়ো। আদালতে সিবিআইয়ের দাবি মেনে চাকরি বাতিলের নির্দেশ দিলে কাজ হারাতে পারেন রাজ্যের বেশ কিছু পুরসভা হাজার হাজার কর্মী (Municipality Recruitment Scam)।

রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত চালাচ্ছে ইডি-সিবিআই। এই দুই কেন্দ্রীয় এজেন্সি পুর নিয়োগ দুর্নীতিরও তদন্ত করছে। পুর নিয়োগ দুর্নীতির কিং পিন অয়ন শীল। হাইকোর্টের নির্দেশের পরেই পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ২০০ কোটির হদিশ পেয়েছে ইডি। ইডি সূত্রে খবর, ধৃত অয়ন শীল পুরসভা নিয়োগ দুর্নীতিতে ২০০ কোটি টাকা তুলেছিলেন। এ কথা অয়ন জেরায় স্বীকার করেছেন, জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

   

রাজ্যের প্রায় সবকটি পুরসভায় নিয়োগে দুর্নীতি হয়েছে বলে আশঙ্কা করেছিল ইডির। সিবিআই চার্জশিট জমা দিতেই দেখা গেল, ইডির দাবি পুরোপুরি সঠিক। ৩২ পাতার চার্জশিটে একদম তালিকা ধরে জানানো হয়েছে, কোন পুরসভায় কত বেআইনি নিয়োগের তথ্য এসেছে সিবিআইয়ের হাতে। গত কয়েক মাসে রাজ্যের একাধিক জেলার পুরপ্রধান বা কাউন্সিলরদের দফায় দফায় জিজ্ঞাসাবাদও করেছে কেন্দ্রীয় সংস্থা।

শিয়ালদহ ডিভিশনে টানা ৮ ঘণ্টা ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল প্রচুর লোকাল ট্রেন

কলকাতায় সিবিআইয়ের বিশেষ আদালতে চার্জশিট পেশ করেছে সিবিআই। তাতে বলা হয়েছে, ২০১৪ থেকে রাজ্যের প্রায় ১৯টি পুরসভায় মোট ৩৬৫০ জনকে নিয়োগ করা হয়। এর মধ্যে ১৮১৮ নিয়োগ ছিল একেবারে ভুয়ো। ১৩টি পুরসভার তালিকা প্রকাশ করেছে সিবিআই। সিবিআইয়ের দাবি, দক্ষিণ দমদম পুরসভায় সবথেকে বেশি বেআইনি নিয়োগ হয়েছে। আর সেই নিয়োগে নাম জড়িয়েছে ওই পুরসভা তৎকালীন পাঁচু গোপাল রায়ের।

কোন পুরসভা কত বেআইনি নিয়োগ

দক্ষিণ দমদম পুরসভা – ৩২৯, কাঁচড়াপাড়া পুরসভা- ৩০৩, বরানগর পুরসভা – ২৭৬, টিটাগড় পুরসভা – ২২১, কৃষ্ণনগর পুরসভা – ২০০, রানাঘাট পুরসভা – ১০১, নিউ ব্যারাকপুর পুরসভা – ৭৪, উত্তর দমদম পুরসভা – ৬৪, দমদম পুরসভা – ৬১, কামারহাটি পুরসভা – ৪৯, হালিশহর পুরসভা – ৩৯, বাদুড়িয়া পুরসভা – ৩৯, বীরনগর পুরসভা – ২৬, ডায়মন্ড হারবার পুরসভা – ১৮, উলুবেড়িয়া পুরসভা – ১৮, টাকি পুরসভা – ১৫, নবদ্বীপ পুরসভা – ১।

তৃণমূলের এক সময়ের পার্টি অফিসে তীব্র বিস্ফোরণ, উড়ল চাল-দেওয়ালে ফাটল