Election : পিছিয়ে গেল পুরভোট, ঘোষিত নতুন তারিখ

Breaking News kolkata24x7

পিছিয়ে গেল রাজ্যের পুরসভা নির্বাচন। জানুয়ারির ২২ তারিখে ৪ কর্পোরেশন ভোট হওয়ার কথা ছিল। যা পিছিয়ে দেওয়া হল করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে। আগামী ১২ ফেব্রুয়ারি ৪ পুরসভার ভোট আয়োজিত হবে।

আগামী ২২ জানুয়ারি রাজ্যের চার পুরসভায় নির্বাচন হওয়ার কথা ছিল৷ চন্দননগর, আসানসোল, বিধাননগর এবং শিলিগুড়িতে বেজে গিয়েছিল ভোটের দামামা। কিন্তু ক্রমবর্দ্ধমান করোনা সংক্রমণ রাজনৈতিক মহলেরও চিন্তা বাড়িয়েছে৷ ভোট পিছিয়ে দেওয়ার ব্যাপারে কলকাতা হাইকোর্টের দরবারে করা হয়েছিল আবেদন। আজ সিদ্ধান্ত জানিয়েছেন বিচারপতি। পিছিয়ে দেওয়া হল ভোট।

   

নির্বাচন পিছিয়ে দেওয়ার ব্যাপারে এক মেরুতে রয়েছে বাম এবং রাজ্য বিজেপি। উভয় পক্ষের আইনজীবীই দাবি করেছিলেন, অতিমারি পরিস্থিতির কথা মাথায় রেখে ভোট পিছিয়ে দেওয়াই শ্রেয়। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কাছ থেকে সদুত্তর আশা করেছিল আদালত৷ রাজ্য কমিশন আবার বল ঠেলে দিয়েছিল প্রশাসনের দিকে।

কমিশনের প্রতিনিধি জানিয়েছিলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে বিপর্যয় ঘোষণা না করা পর্যন্ত ভোট পিছিয়ে দেওয়া সম্ভব নয়। এই কথা শুনে যারপরনাই ক্ষুব্ধ হয়েছিল বেঞ্চ। বিচারপতির পাল্টা যুক্তি ছিল, নির্বাচন সংক্রান্ত সকল সিদ্ধান্তই স্বাধীনভাবে নিতে পারে নির্বাচন কমিশন। তাহলে রাজ্যে সরকারের দিকে তাকিয়ে থাকার কী দরকার? কমিশনের সমালোচনা করে বিচারপতি বলেছিলেন, কোভিড পরিস্থিতি অনুধাবন করতে নির্বাচন কমিশন ব্যর্থ।

এদিন সকাল থেকে আলোচনার কেন্দ্রে ছিল নবান্ন এবং কলকাতা হাইকোর্ট। বেলা গড়াতে না গড়াতেই জানা যায়, ভোট পিছনোর ব্যাপার সায় মিলিছে রাজ্যের প্রশাসনিক ভবনের তরফে। এরপরেই এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল আসন্ন পুরভোটগুলির ভবিষ্যৎ। ভোট পিছিয়ে ১২ ফেব্রুয়ারি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন