Municipal Election: বিজেপির আবেদন উড়িয়ে ২রা-ই বেরোবে জনগণের রায়

কখনও নির্বাচন কমিশনের দরবারে, কখনও-বা শীর্ষ আদালতের দরবারে আবেদন নিয়ে পৌঁছেছিল বিজেপি। কিন্তু লাভের লাভ হয়নি কিছুই। মার্চের ২ তারিখে বেরোচ্ছে ১০৮ টি পুরনিগম ভোটের…

Municipal Election: বিজেপির আবেদন উড়িয়ে ২রা-ই বেরোবে জনগণের রায়

কখনও নির্বাচন কমিশনের দরবারে, কখনও-বা শীর্ষ আদালতের দরবারে আবেদন নিয়ে পৌঁছেছিল বিজেপি। কিন্তু লাভের লাভ হয়নি কিছুই। মার্চের ২ তারিখে বেরোচ্ছে ১০৮ টি পুরনিগম ভোটের (Municipal Election) ফল। বুধবারই তা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের ১০৮টি পুরসভা’র নির্বাচন চলতি মাসের ২৭ তারিখে।

কর্পোরেশন ইলেকশনে বিজেপিকে এখনও পর্যন্ত বলে বলে গোল দিয়েছে তৃণমূল। সভাবতই ফল পছন্দ হয়নি গেরুয়া শিবিরের। ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। অতিমারির দাপট আগের থেকে কমেছে কিছুটা। রাজ্যের ১০৮টি পুরসভা নির্বাচনে দিন আগেই ঘোষণা করা হয়েছিল। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর্ব শেষ। এবার পুরদমে প্রচারে নেমে পড়েছেন ডান, বাম সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। শাসক, বিরোধী লড়াই এখন ইঞ্চিতে ইঞ্চিতে। নজরে বরানগর পুরসভা এলাকা। 

বুধবার বরাহনগর পুরসভা ২০ নম্বর ওয়ার্ডের সর্বভারতীয় তৃনমূল কংগ্রেসের প্রার্থী নিতাই সাহা এবং ২১ নম্বর ওয়ার্ডের প্রার্থী দিলীপ নারায়ণ বসুর সমর্থনে একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিলে বরাহনগর বিধানসভা বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি হুইপ তাপস রায় মিছিল থেকেই দলীয় প্রার্থীদের জন্য এলাকার মানুষের কাছে ভোট প্রার্থনা করেন।

বিধায়ক তাপস রায় জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা অব্যাহত। বিরোধীদের ভোট ময়দানে দেখতে পাওয়া যাচ্ছে না।তাঁদের দু’টি জায়গায় রাজ্যের মানুষ দেখতে পাচ্ছেন এক কলকাতা হাইকোর্টে এবং দ্বিতীয় রাজ্য নির্বাচন কমিশনের দফতরে।”

এই মধ্যেই একাধিক পুরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তৃনমূল কংগ্রেসের প্রার্থীরা। তবে বরানগরের ভোট চিত্র খানিকটা আলাদা। এখানকার রাজনৈতিক লড়াই হতে চলে সেয়ানে সেয়ানে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

২০ নম্বর ওয়ার্ডের তৃনমূল কংগ্রেস নবাগত প্রার্থী নিতাই সাহা জানিয়েছেন যে তিনি জিতে এসে এলাকার পৌর পরিষেবা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেবেন পাশাপাশি এলাকার পানীয় জলের সমস্যা ও ভেঙে পড়া নিকাশি ব্যবস্থায় জোড় দেবেন। 

Advertisements

 

২১ নম্বর ওয়ার্ডের তৃনমূল কংগ্রেস প্রার্থী দিলীপ নারায়ণ বসু তিনি দু’বারের পৌর প্রতিনিধি হিসেবে এলাকার মানুষের কাছে পৌর পরিষেবার দেওয়ার কোনও খামতি রাখেননি বলেই মনে করেন অনেকে।

 

২০নম্বর ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত আর এস পি প্রার্থী সঞ্জয় দাস জানিয়েছেন, এলাকায় পানীয় জলের খুব সমস্যা। নিকাশি ব্যবস্থা হাল খুবই খারাপ। তাই এলাকার মানুষ তাঁকে আশীর্বাদ করলে সমস্যা গুলির সমাধান করবেন।’