Municipal Election
বিধানসভা ভোটের আগে বিজেপির তরফে অঘোষিত মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে এসে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন। কিন্তু বিজেপি হয় বিরোধী দল আর শুভেন্দুু বিরোধী নেতা। এবার নিজ এলাকা পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভায় তার পরীক্ষা।
শুভেন্দু টেনশনে। এমনই দাবি তৃণমূল কংগ্রেস ও সিপিআইএমের। দুই দলের যুক্তি, পুরনিগম ভোটে বিজেপির তিন নম্বরে পৌঁছে যাওয়ার প্রভাব পড়বে কাঁথি সহ সবকটি পুরসভায়। তৃণমূলের আরও দাবি, এবারের কাঁথি পুরসভার ভোটে শুভেন্দুর কঠিন পরিস্থিতি হতে চলেছে। বিজেপির দাবি, সন্ত্রাস না করলে টিএমসির জয় মুশকিল।
কাঁথি পুরসভা ভোটের প্রচারে বারবার বিক্ষোভের মুখে পড়া শুভেন্দু অধিকারী কি নিজের এলাকায় জনসমর্থন হারাচ্ছেন? এই প্রশ্নের উত্তর পুরভোটে মিলবে। তবে রাজ্য জুড়ে বিজেপির ভোট ধসের প্রভাব পড়তে চলেছে পুরভোটে। বামেদের দাবি, এই গতি ধরে রাখলে শুভেন্দুর ভোট লড়াই আরও কঠিন হবে।
কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে অধিকারী পরিবার ভিত্তিক রাজনীতি এবারের পুরভোটেই শেষ হবে। এমনই দাবি জেলার টিএমসির নেতাদের। মন্ত্রী সৌমেন মহাপাত্র সহ টিএমসির বেশ কয়েকজন শীর্ষ নেতা বলেছেন সুযোগসন্ধানী শুভেন্দু ফের টিএমসিতে ফিরতে চান।
বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাঁথি দখলে রাখতে মরিয়া। রবিবারের পুরযুদ্ধের ফলাফল নিয়ে তিনি যে টেনশনে তা স্পষ্ট। তিনি বলেছেন, তৃণমূলের সন্ত্রাস রুখতে তৈরি থাকবেন।