Mukul Roy: দিল্লিতে শাহ-নাড্ডাদের সঙ্গে বৈঠকের কথা স্বীকার করলেন তৃণমূলের ‘চানক্য’

দীর্ঘ সময় ধরে নিখোঁজ থাকার পর অবশেষে মুকুল রায়ের (Mukul Roy) খোঁজ মেলে। তাঁর দিল্লি যাত্রা থেকে রাজনৈতিক পালাবদলের আভাস পাচ্ছিল রাজনৈতিক মহল৷ অবশেষে তা নিয়ে মুখ খুললেন মুকুল রায় নিজেই।

Mukul Roy and Amit Shah image captured during their meeting in Delhi, both seen sitting at a table with papers and water bottles in front of them.

দীর্ঘ সময় ধরে নিখোঁজ থাকার পর অবশেষে মুকুল রায়ের (Mukul Roy) খোঁজ মেলে। তাঁর দিল্লি যাত্রা থেকে রাজনৈতিক পালাবদলের আভাস পাচ্ছিল রাজনৈতিক মহল৷ অবশেষে তা নিয়ে মুখ খুললেন মুকুল রায় নিজেই। জানালেন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) সঙ্গে দেখা করেছেন তিনি৷ সেইসঙ্গে স্পষ্ট করলেন বিজেপিতেই থেকে কাজ করছেন৷ আগামী দিনে বিজেপির হয়ে রাজনীতি করবেন। এমনটাই জানিয়েছেন তিনি।

বিধানসভা নির্বাচনের পর মুকুল রায়ের ঘর ওয়াপসি চমকে দিয়েছিল রাজনৈতিক মহলকে৷ লোকসভা নির্বাচনের আগে মুকুল রায়ের নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে৷ রাজ্য রাজনীতির এই বদল দেখে অনেকেই মনে করেছিলেন শুভেন্দুকে বিশেষ গুরুত্ব দেওয়ার কারণেই মুকুল রায় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন৷

তারপর থেকে মুকুল রায়ের হাত ধরে বহু নেতারা তৃণমূলে ফেরা সময়ের অপেক্ষা। এমনটা জল্পনার মধ্যে বাস্তবায়িত হয়েছিল৷ একাধিক বিধায়ক বিজেপি থেকে চলে যান তৃণমূলে। এমনকি বহু বিধায়ক তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন। এমনটাও জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু বরাবর স্রোতের উল্টোদিকে ভেসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুকুল। এবার দিল্লিতে গিয়ে সেটাই সিদ্ধান্ত নিতে চলেছেন? কিন্তু কেন দিল্লিতে গেলেন তিনি?

রাজনৈতিক মহলের ধারণা, ছেলে শুভ্রাংশুর বিরুদ্ধে চাকরি দুর্নীতির অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরেই দিল্লিতে গিয়ে গোটা বিষয়টি ম্যানেজ দিতে উপস্থিত হয়েছেন মুকুল রায়। যদিও গতকাল থেকেই বাবার খোঁজে থানায় অভিযোগ জমা করেছেন মুকুল পুত্র শুভ্রাংশু। শেষ অবধি কী বিজেপিতে প্রত্যাবর্তন করবেন মুকুল? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।