গতকাল থেকে ‘নিখোঁজ’ বাবার খোঁজ করতে গিয়ে সংবাদমাধ্যমেও শোরগোল ফেলে দিয়েছেন শুভ্রাংশু রায়৷ মানসিকভাবে স্থিতিশীল নয় বাবা৷ সংবাদমাধ্যমের সামনে এমনটাও মন্তব্য করতে দেখা যায় শুভ্রাংশুকে৷ অন্যদিকে, সময় গড়াতে দিল্লি থেকে শুভ্রাংশুকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দিলেন মুকুল রায় (Mukul Roy)৷
একইসঙ্গে তিনি জানালেন, দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছেন মুকুল রায়৷ সেইসঙ্গে স্পষ্ট করলেন বিজেপিতেই থেকে কাজ করছেন৷ আগামী দিনে বিজেপির হয়ে রাজনীতি করবেন। এমনটাই জানিয়েছেন তিনি।
বিধানসভা নির্বাচনের পর মুকুল রায়ের তৃণমূলে ঘর ওয়াপসি চমকে দিয়েছিল রাজনৈতিক মহলকে৷ সঙ্গে ছিলেন ছেলে শুভ্রাংশু রায়।তারপর থেকে মুকুল রায়ের হাত ধরে বহু নেতারা তৃণমূলে ফেরা সময়ের অপেক্ষা। এমনটা জল্পনার মধ্যে বাস্তবায়িত হয়েছিল৷ একাধিক বিধায়ক বিজেপি থেকে চলে যান তৃণমূলে। এমনকি বহু বিধায়ক তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন। এমনটাও জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু বরাবর স্রোতের উল্টোদিকে ভেসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুকুল। এবার দিল্লিতে গিয়ে সেটাই সিদ্ধান্ত নিতে চলেছেন? কিন্তু কেন দিল্লিতে গেলেন তিনি?
রাজনৈতিক মহলের ধারণা, ছেলে শুভ্রাংশুর বিরুদ্ধে চাকরি দুর্নীতির অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তখন শুভ্রাংশুর মুখে ছিল মমতা বন্দনা। তারপরেই দিল্লিতে গিয়ে গোটা বিষয়টি ম্যানেজ দিতে উপস্থিত হয়েছেন মুকুল রায়। যদিও গতকাল থেকেই বাবার খোঁজে থানায় অভিযোগ জমা করেছেন মুকুল পুত্র শুভ্রাংশু। শেষ অবধি কী বিজেপিতে প্রত্যাবর্তন করবেন মুকুল? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। এখন ছেলেকে বিজেপিতে ডেকে জল্পনা বাড়ালেম মুকুল।