ময়নার বাকচা এলেকার বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে অপহরণ করে খুনের অভিযোগে বুধবার স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করল ময়না থানার পুলিশ৷ তৃণমূল নেতার নাম মিলন ভৌমিক৷ পুলিশ সূত্রে খবর, বিজয়কৃষ্ণের স্ত্রী লক্ষ্মী ময়না থানায় যে ৩৪ জনের নামে অভিযোগ দায়ের করেছেন, সেই তালিকায় ২৬ নম্বরে নাম রয়েছে মিলনের। বিজয়কৃষ্ণর মৃত্যুর তিন দিনের মাথায় এই প্রথম কোনও ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
সূত্রের খবর, সোমবার সন্ধ্যের দিকে হঠাৎ বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণের ওপর চড়াও হয় তৃণমূলের কর্মীরা। বেধড়ক মারধরের পর তাঁকে অপহরণ করে খুন করার অভিযোগ উঠেছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। যা ঘিরে ক্রমাগত বাড়ছে রাজনৈতিক উত্তাপ৷ সেই ঘটনায় প্রথম ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ৷
বুধবার গভীর রাতে পুলিশি অভিযান চালিয়ে মিলনকে তাঁর বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে, ঘটনার সময় মিলন উপস্থিত ছিলেন না বলেই দাবি তৃণমূলের। মিলনকে ফাঁসানো হচ্ছে। দাবি তৃণমূলের নেতাদের।
বুধবার বিজয়কৃষ্ণের দেহ শণাক্ত করার পর বৃহস্পতিবার তাঁর দেহ আলিপুর কমান্ড হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে৷ সেখান থেকে দেহ যাবে ময়নায়৷ এদিন ময়নায় বিরাট মিছিলের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ময়না ব্রিজ থেকে শুরু করে তিন মাথার মোড় ঘুরে সেই মিছিল চলে যাবে বিডিও অফিসের সামনে। ময়নাতদন্তের পর দেহ এলে মিছিল শুরু হবে। স্থানীয় বিজেপি সূত্রে এমনটাই খবর।