দিলীপের আশীর্বাদ নিয়ে মন্ত্রিত্বের দায়িত্বে সুকান্ত

২০২৪ সালের লোকসভা ভোটে বালুরঘাটে ব্যাপক ভোটে জয়লাভ করেই প্রথমবারের মতো মন্ত্রিত্ব পেয়েছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। আর নিয়ে তাঁর গর্বের শেষ নেই। একটা মন্ত্রিত্বই…

২০২৪ সালের লোকসভা ভোটে বালুরঘাটে ব্যাপক ভোটে জয়লাভ করেই প্রথমবারের মতো মন্ত্রিত্ব পেয়েছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। আর নিয়ে তাঁর গর্বের শেষ নেই। একটা মন্ত্রিত্বই অনেকে পান না, সেখানে তিনি আবার জোড়া দায়িত্ব পেয়েছেন মোদীর মন্ত্রিসভায়। সুকান্তকে শিক্ষা ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার শপথগ্রহণের পর সোমবার মন্ত্রক বণ্টন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এরপরেই সুকান্ত মজুমদার ছুটলেন বঙ্গ বিজেপির সিনিয়র নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) কাছে।

Advertisements

আজ মঙ্গলবার মন্ত্রীরা নিজেদের দায়িত্ব বুঝে নিচ্ছেন, সেখানে পিছিয়ে ছিলেন না সুকান্তও। কিন্তু আজ রীতিমতো তিনি দিলীপ ঘোষের পায়ে হাত দিয়ে প্রণাম করে মন্ত্রিত্বের দায়িত্ব নিলেন সুকান্ত। নিজের এক্স হ্যান্ডেলে সেই ছবিও পোস্ট করেছেন তিনি। লেখেন, ‘আজ মোদী সরকার ৩.০-তে এমওএস শিক্ষা প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার আগে সিনিয়র বিজেপি নেতা দিলীপ ঘোষের কাছে আশীর্বাদ চেয়ে নিলাম । শিক্ষা খাতের জন্য প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টিভঙ্গি প্রকাশের দিকে কাজ করার জন্য কৃতজ্ঞ এবং প্রতিশ্রুতিবদ্ধ বোধ করছি।’

   

অনেকেই হয়তো জানেন না যে রাজনীতিতে যোগদান করার আগে সুকান্ত মজুমদার শিক্ষা দুনিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। একদা তিনি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যার অধ্যাপক ছিলেন।