কলকাতা: রোদ উঠেছে দেখা মাত্রই জামাকাপড় শুকানোর হিড়িক পড়েছে গৃহস্থের বাড়িতে৷ তবে এই আনন্দ খুব বেশি দিন টিকছে না। শহর যখন বর্ষার ছুটিতে হাঁফ ছেড়ে বাঁচতে না বাঁচতেই ফের দুর্যোগের ঘনঘটা। উত্তর বঙ্গোপসাগরের উপর ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা, আর তার জেরেই সপ্তাহ ঘুরতেই দক্ষিণবঙ্গের আকাশে আবার কালো মেঘ জমার ইঙ্গিত দিল হাওয়া অফিস (Monsoon Rains Bengal)।
আলিপুর আবহাওয়া দফতর বলছে, ২৪ জুলাইয়ের মধ্যেই উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তার প্রভাব পড়বে রাজ্যের দুই প্রান্তেই। শহর কলকাতা থেকে উত্তরবঙ্গের পাহাড়, বৃষ্টির তালিকায় নাম উঠেছে প্রায় সব জায়গারই।
শনিবার থেকেই নামতে পারে বৃষ্টি
শুক্রবার থেকেই দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা ছিল। শনিবার থেকে আরও জোরালো হবে পরিস্থিতি। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শহরের সঙ্গে পাল্লা দিয়ে ভিজবে হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, ঝাড়গ্রামও।
২৩-২৪ জুলাই কোন কোন জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা?
২৩ জুলাই: দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে কোথাও কোথাও ভারী বৃষ্টি।
২৪ জুলাই: হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গেও তীব্র বৃষ্টির বার্তা
উত্তরবঙ্গে বর্ষার গতি থামার নাম নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে শনিবার থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবার এই জেলাগুলিতে কোথাও কোথাও অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। দুর্যোগ চলবে সোমবার পর্যন্ত।