পরপর ১০ বার ইডি তলব এড়ালেন মন্ত্রী মলয় ঘটক

CBI Probe Uncovers Corruption Network, ED Deputy Director Arrested

ফের ইডির তলব এরালেন মন্ত্রী মলয় ঘটক। এই নিয়ে টানা দশমবার হাজিরা দিতে যায়নি মন্ত্রী। পরিবর্তে বহরমপুরে তৃণমূলের বৈঠকে যোগ দিতে গিয়েছেন মলয় ঘটক। এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানায়, ইডি আমাকে কোনো সমন পাঠায়নি। আমাকে দিল্লিতে ইডি ডাকেনি।

মলয় ঘটকের ইডির তলব এড়ানোকে কটাক্ষ করে বিজেপি নেতা সজল ঘোষ জানিয়েছেন, “ভয় পাবেন কেন উনি তো নিশ্চিত দিল্লিতে ৯ বার ডেকেছে এটা দশমবার। নিশ্চিত ওনার বিছানা, ওনার চাদর, ঘর সব রেডি আছে গেস্ট হাউস পুরো রেডি তিহারে। সেটা উনি বুঝে গেছেন”।

   

এই বিষয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন জানিয়েছেন, “তাকে সমান পাঠানো হয়েছে কিনা সেটা তো তিনি বলতে পারবেন তার যথাযথ কারণও দিচ্ছে এটা নিয়ে আমার কিছু বলার নেই। তাকে যদি সমান পাঠানো না হয়ে থাকে তাহলে তিনি কেন যাবেন। তিনি নিশ্চয়ই কমিউনিকেট করেছে”।

বিজেপিকে কটাক্ষ করে তিনি আরো জানিয়েছেন, “যারা ইডি সিবিআই নিয়ে এত উচ্ছ্বাসিত, বিজেপি তাদের রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করছে। ইডি, সিবিআই যদি তাদের হাত থেকে সরে যায় তাহলে তারা কিছুই করতে পারবে না। কারণ জনগণ তাদের সমর্থনে নেই। ইডি সিবিআই যদি নিরপেক্ষভাবে কাজ করা শুরু করে তাহলে বিজেপির কজন নেতা জেলের বাইরে থাকবে এটা খুব বড় সন্দেহের বিষয়”।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন