স্নাতক ডিগ্রি থাকলেই মিলবে DRDO তে চাকরি, আবেদনের শেষ তারিখ জেনে নিন

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার কেন্দ্র সরকারের অধীনে থাকা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে চাকরির সুযোগ নিয়ে এলো কেন্দ্র। সম্প্রতি DRDO এর পক্ষ থেকে একটি…

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার কেন্দ্র সরকারের অধীনে থাকা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে চাকরির সুযোগ নিয়ে এলো কেন্দ্র। সম্প্রতি DRDO এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ৬২টি শূন্য পদে করা হবে আবেদন।

আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে থাকে সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে আগামী ২৮শে জুন পর্যন্ত করা যাবে আবেদন। ট্রেড অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এবং গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে করা হবে নিয়োগ।

   

বিজ্ঞপ্তি অনুযায়ী ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে ১১ জনকে, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে ২৩ জন এবং গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে ২৮ জনকে নিয়োগ করা হবে। তাছাড়া আরও বলা হয়েছে যারা করোনা পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছেন তারাও আবেদন করতে পারবেন।

অর্থাৎ চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুযোগ। আবেদন করার জন্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে। তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে আবেদন পত্র। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।