বন্দে ভারত উদ্বোধন সহ অন্যান্য কর্মসূচি ভার্চুয়ালি হবে বলে আপাতত জানা যাচ্ছে। বড় কাজ হাতে নিয়ে বাংলায় আসতেন মোদী। নিজে হাতে প্রকল্প উদ্বোধন করতেন। সে সব আর হল না।
কী কী পরিকল্পনা ছিল? জানা গিয়েছে রাজ্যের গ্রামীণ এলাকায় নিকাশি ব্যবস্থার পরিকাঠামোগত উন্নয়নের জন্য মিলবে ২ হাজার ৫৫০ কোটি টাকার প্রকল্প। নতুন করে নিউ জলপাইগুড়ি স্টেশন তৈরির জন্য বরাদ্দ হয়েছে ৩৩৫ কোটি টাকার একটি প্রকল্প। হুগলি ও উত্তর ২৪ পরগনার জেলার শিল্পাঞ্চলের পুরসভার জন্য থাকছে ৯৯০ কোটি টাকার নিকাশি প্রকল্প।
স্বচ্ছ গঙ্গা মিশনের জন্য মিলবে ১ হাজার ৫৮৫ কোটি টাকার প্রকল্প। বন্দে ভারত এক্সপ্রেস ছাড়াও শুক্রবার মোদী উদ্বোধন করবেন জোকা থেকে তারাতলা মেট্রো রেল। ওই খাতেও বরাদ্দ হচ্ছে ২ হাজার ৪৭৫ কোটি টাকা। এ ছাড়াও প্রধানমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হবে জোকার ‘ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী ন্যাশনাল ইন্সটিটিউট অব ওয়াটার অ্যান্ড স্যানিটেশন’-এর। ওই প্রকল্প বাবদ খরচ ধরা হচ্ছে ১০০ কোটি টাকা। এছাড়াও উত্তর ও দক্ষিণবঙ্গে রেলের বিভিন্ন প্রকল্পেরও সূচনা করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে উল্লেখযোগ্য ফালাকাটা থেকে গুমানিহাট দ্বিতীয় রেল লাইন পাতার কাজ। ওই প্রকল্পের জন্য বাংলায় বরাদ্দ হচ্ছে ১ হাজার ৮০ কোটি টাকা। এই সব কাজ ছিল তার। সে সবই হবে। তবে ভার্চুয়ালি।