HomeWest Bengalফলের ট্রাক থেকে উদ্ধার রুপো ও মোবাইল, ধৃত ২

ফলের ট্রাক থেকে উদ্ধার রুপো ও মোবাইল, ধৃত ২

- Advertisement -

বড়োসড়ো সাফল্য পেল বনগাঁ জেলা পুলিশ। বেদানা বোঝাই ট্রাক আটক করে মিলল রুপোর গয়না ও মোবাইল ফোন।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা পেট্টাপোল থানার পুলিশ ওই ট্রাক আটক করেছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আগে থেকেই ততপর ছিল। সীমান্তে প্রতিটি গাড়িই আটকে তল্লাশি চালানো হচ্ছিল। বুধবার বাংলাদেশগামী একটি বেদানা বোঝাই ফলের গাড়িকে আটক করে পুলিশ। ফল বোঝাই ক্যারেডের মধ্যে থেকে ১৬১ কেজি রুপার গহনা ও ৪৮০ মোবাইল ফোন উদ্ধার করা হয়।

   

গাড়ির ড্রাইভার ও খালাসীকে গ্রেফতার করেছে পেট্রাপোল থানার পুলিশ। ধৃতদের নাম তারক রাম ও লাডা রাম।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular