হৃদয়ে বাংলাদেশ: নীতু || ইস্টবেঙ্গল আমার আপন: বসুন্ধরা

“আমাদের হৃদয়ে বাংলাদেশ  (Bangladesh) সেই একই রকম রয়েছে I আজ সেই হৃদয়ের টানেই দুই বাংলার আবার এক সাথে চলা প্রয়োজন I সোবহান ভাই এবং ইস্টবেঙ্গল…

“আমাদের হৃদয়ে বাংলাদেশ  (Bangladesh) সেই একই রকম রয়েছে I আজ সেই হৃদয়ের টানেই দুই বাংলার আবার এক সাথে চলা প্রয়োজন I সোবহান ভাই এবং ইস্টবেঙ্গল ক্লাব মিলিত ভাবে দুই বাংলার সমন্বয়ের কাজ করতে পারে,” অনুষ্ঠান মঞ্চ থেকে জানিয়েছেন দেবব্রত সরকার। বাংলাদেশের সঙ্গে এপার বাংলার সংযোগের কথা বলতে গিয়ে মন্তব্য ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব কর্তার। 

কলকাতা ময়দানের নীতু আরও বলেছেন, “এক সময় দুই বাংলা এক ছিল। শিল্প, সাহিত্য, খেলাধুলা এবং জীবনাদর্শে সারা পৃথিবীর সামনে উজ্জ্বল হয়েছিল I কোনও এক অজানা দেওয়ালের কারণে আমাদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে I”

   

বৃহস্পতিবার লাল-হলুদের বর্ণাঢ্য অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। পদ্মার দুই পারের বিশিষ্ট ক্রীড়া প্রতিনিধিরা ছিলেন অনুষ্ঠানে। 

ইস্টবেঙ্গলের পক্ষ থেকে যে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তাতে বিশিষ্ট অতিথি হিসেবে লেখা ছিল সায়েম সোবহান আনভীরের কথা। যিনি বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। অনুষ্ঠানে আনভীরের বক্তব্য উল্লেখযোগ্য, ” ইস্টবেঙ্গল ক্লাবকে নিজের ক্লাব বলেই সব সময় ভেবেছি I তাই ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে যখন আমন্ত্রণ আসে তখন আর ‘না’ বলিনি… ইস্টবেঙ্গল ক্লাব যেভাবে হৃদয় দিয়ে আমাদের কাছে টেনে নিয়েছে, আমরাও চাই দুই বাংলার ক্রীড়াপ্রেমী মানুষ ও সাধারণ মানুষ ভবিষ্যতে আরো কাছাকাছি আসতে পারেনI”