Sunday, December 7, 2025
HomeWest BengalMithun Chakraborty: এবার 'হোম-গ্রাউন্ডে' অগ্নিপরীক্ষা মিঠুনের! জোড়াবাগানে কী করবেন 'ঘরের ছেলে' কোবরা?

Mithun Chakraborty: এবার ‘হোম-গ্রাউন্ডে’ অগ্নিপরীক্ষা মিঠুনের! জোড়াবাগানে কী করবেন ‘ঘরের ছেলে’ কোবরা?

- Advertisement -

রাজ্যের ৪২ কেন্দ্রে দলীয় প্রার্থীদের জেতানোর গুরু দায়িত্ব কাঁধে তুলেছেন ‘কোবরা’ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যের ৪২টি কেন্দ্রের বেশিরভাগেই হাইভোল্টেজ প্রচার চালিয়ে যাচ্ছেন ‘মহাগুরু’। জনসভাগুলোতে নিজস্ব স্টাইলে দিচ্ছেন বক্তৃতা, কখনও আবার প্রার্থীকে পাশে নিয়ে করছেন রোড শো। এবার নিজের ‘হোম-গ্রাউন্ডে’ প্রচার করবেন মিঠুন।

বিজেপি সূত্রে খবর, কলকাতা উত্তরের (Kolkata Uttar) বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো করবেন মিঠুন। এই কেন্দ্রেরই অন্তর্গত জোড়াবাগানে মিঠুনের পৈতৃক ভিটে। জানা গিয়েছে, এখনও সেখানকারই ভোটার এই প্রখ্যাত অভিনেতা। এবার সেই কেন্দ্রেরই প্রার্থীর হয়ে প্রচার করবেন তিনি।

   

আরও পড়ুন- Lakshmir Bhandar: ‘লক্ষ্মীর ভান্ডার’ নিয়ে বিরাট ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

চব্বিশের ভোটে নজরে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র। ‘ফুল’ বদলেই একানে ‘খেলা হবে’ পরিস্থিতি।। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতেই এই কেন্দ্রের গেরুয়া বাহিনী প্রার্থী করেছে তাপস রায়কে (Tapas Roy)। তাঁর বিপক্ষে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী তথা পাঁচবারের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। রয়েছেন বাম-কংগ্রেসের জোট প্রার্থী প্রদীপ ভট্টাচার্যও।

তবে উত্তর কলকাতায় কবে মিঠুনের রোড শো হবে তার দিনক্ষণ এখনও স্থির হয়নি বলে বিজেপি সূত্রে খবর। জানা গিয়েছে, এ বিষয়ে প্রাথমিকভাবে তাপস রায়ের সঙ্গে দলীয় নেতাদের কথা হয়েছে মাত্র। উত্তর কলকাতায় নরেন্দ্র মোদী ও অমিত শাহ-কেও প্রচারে আনার চেষ্টা চালাচ্ছে পদ্ম শিবির।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular