Thursday, November 30, 2023
HomeWest BengalMidhili Cyclone: সকাল থেকে ঝোড়ো হাওয়ায় দুই জেলায় জারি কমলা সতর্কতা

Midhili Cyclone: সকাল থেকে ঝোড়ো হাওয়ায় দুই জেলায় জারি কমলা সতর্কতা

শুক্রবার সকালেই তৈরি হয়েছে ঘূর্ণিঝড় মিধিলি। এই আবহে কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন। গতকালও শহরে সামান্য বৃষ্টি হয়েছিল। আজও বৃষ্টিতে ভিজতে পারে তিলোত্তমা। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে কলকাতার সর্বোচ্চ পারদ আজ অনেকটাই নীচে নামবে। পরে আগামিকাল থেকে নামতে শুরু করবে রাতের পারদ।

   

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজকে কলকাতার আকাশ মেঘলা থাকবে। এই আবহে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা নীচে থাকবে। এদিকে আজকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই ওপরে থাকবে। হাওয়া অফিস জানাচ্ছে, আজকে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা আছে। পাশাপাশি শহর লাগোয়া দুই জেলায় আজ ভারী বৃষ্টি নামতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই দুই জেলায় জারি করা হয়েছে সতর্কতা।

পূর্বাভাস অনুযায়ী, আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ও সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। শহরের আকাশ আজ মেঘলা থাকবে। আজ এবং আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতায়।

পূর্বাভাস অনুযায়ী, আজ ভারী হবে দুই ২৪ পরগনায়। এর জেরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। এরপর ১৮ নভেম্বরও বৃষ্টি জারি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। এদিকে আজ হাওড়াতেও ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। হুগলিতেও আজ বজ্রপাত সহ হালকা বৃষ্টি। হাওড়া এবং হুগলিতে আগামিকালও বৃষ্টি জারি থাকবে। তবে সতর্কতা জারি থাকবে না আর। আগামী কয়েকদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রা এক ধাক্কায় ফের ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Latest News