এবার হাওড়া-ব্যান্ডেল মেট্রো? রচনার আবদারে ‘সবুজ সংকেত’ রেলমন্ত্রীর

হুগলি: এবার আরও দীর্ঘ হবে মেট্রোপথ৷ হুগলি জেলার চুঁচুড়া অথবা ব্যান্ডেল পর্যন্ত মেট্রোর রেক আনতে মরিয়া তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর কথায়, কেন্দ্রের দক্ষিণ্য পেলে…

metro extension hooghly

short-samachar

হুগলি: এবার আরও দীর্ঘ হবে মেট্রোপথ৷ হুগলি জেলার চুঁচুড়া অথবা ব্যান্ডেল পর্যন্ত মেট্রোর রেক আনতে মরিয়া তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর কথায়, কেন্দ্রের দক্ষিণ্য পেলে আগামী দিনে হুগলিতেও মেট্রো চলবে৷ (metro extension hooghly)

   

জেলাশাসকের সঙ্গে আলোচনা metro extension hooghly

শহর কলকাতার গন্ডি ছাড়িয়ে ইতিমধ্যেই হাওড়ায় পৌঁছে গিয়েছে মেট্রো রেল। এবার সেই পথেরই বিস্তার চান হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার হুগলির জেলা শাসক মুক্তা আর্যর সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। এলাকার উন্নয়নের বিষয়ে কথা হয় দু’জনের। সেই সময়ই মেট্রোর প্রসঙ্গ তোলেন রচনা। জেলাশাসকের সঙ্গে বৈঠক শেষে ‘দিদি নং-1’ বলেন, “মেট্রোটা চুঁচুড়া-ব্যান্ডেল পর্যন্ত আনতে পারলে, মানুষের ভীষণ উপকার হত। এই বিষয়টি নিয়ে চিঠিচাপাঠি চলছে। একটা একটা বড় বিষয়। কেন্দ্রের সাহায্য ছাড়া কোনও ভাবেই এই কাজ করা সম্ভব নয়। আমরা আবেদন জানিয়েছি। এই বিষয়টি নিয়ে জেলাশাসকের সঙ্গেও আলোচনা হয়েছে। ডিএম বলেছেন এটা বাস্তবে করা গেলে বহু মানুষ উপকৃত হবে।”

রেলমন্ত্রীকে চিঠি metro extension hooghly

তবে, বসে নেই রচনা৷ ইতিমধ্যেই কিছু পদক্ষেপ করেছেন৷ মেট্রোর সম্প্রসারণ চেয়ে চিঠি পঠিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে৷ এদিন হুগলির সাংসদ বলেন, উনি আমার চিঠির উত্তরও দিয়েছেন। সেটাই সবচেয়ে বড় কথা। কীভাবে এগোনো সম্ভব, উনি সেটা দেখছেন বলেও আশ্বস্ত করেছেন৷ জমি অধিগ্রহণের বিষয়টিও দেখা হবে৷ তবে এখনই চুঁচুড়া-ব্যান্ডেল নয়৷ হাওড়ার সঙ্গে শ্রীরামপুরকে মেট্রো পথে জুড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে৷ তবে এই বিষয়ে এখনও প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কোনও কথা হয়নি বলেও জানান রচনা৷ 

 

 

গত লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে হুগলি থেকে লড়ে সংসদে গিয়েছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়৷ তিনি নিজের কেন্দ্রের উন্নয়নে মরিয়৷ এর জন্য কেন্দ্রের কাছেও দরবার করতে পিছপা হবেন না তিনি৷ 

West Bengal: TMC MP Rachana Bandyopadhyay pushes for metro extension to Chuchura or Bandel in Hooghly district. After discussions with the District Magistrate, she emphasizes the need for central support to make this project a reality, benefiting many residents.