ছেলে আটকে ইউক্রেনে, ফেরাতে ভারত সরকারের দ্বারস্থ পরিবার

Russia-Ukraine Crisis

ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের মাঝে পড়ে ইউক্রেনে আটকে রয়েছে বহু ভারতীয়। তাদের মধ্যে একজন পশ্চিমবঙ্গেরই বাসিন্দা। নাম অর্ণব মান্না। সেখানে ডাক্তারি পড়ছেন তিনি।

Advertisements

ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে উদ্যোগী হয়েছে সরকার। একটি বিমান কিছু ভারতীয়দের ফিরিয়ে আনলেও বড় সংখ্যক এখনও সেদেশে আটকে রয়েছেন। ফিরতে পারেননি অর্ণবও। মেডিকেল স্টুডেন্ট অর্ণব মান্নাকে ফেরাতে ভারত সরকারকে আবেদন করেছেন পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার ভূঞাখালী গ্রামে তাঁর পরিবার।

   
Advertisements

ইতিমধ্যেই ভারতীয়দের নিরাপদ জায়গায় রাখা হয়েছে বলে জানানো হয়েছে ইউক্রেনের তরফ থেকে। জানা গিয়েছে ভূঞাখালী গ্রামের বাসিন্দা কঙ্কন মাইতির ছেলে ২২ বছর বয়সী অর্ণব মান্না ডাক্তারি পড়তে গিয়ে আটকে পড়েছি ইউক্রেনে। এই মত অবস্থায় যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয় কার্যত উদ্বিগ্ন পরিবার। অর্বেণর বাবা কঙ্কন মান্না জানান যেসব ছাত্র ছাত্রীরা আটকে পড়েছে তাদের যাতে ভারত সরকার ফ্রী নিয়ে আসার ব্যবস্থা করে তার আবেদন করছি। এক কথায় বলা যেতে পারে দুই দেশের যুদ্ধ সৃষ্টি হওয়ার ফলে ছেলেকে নিয়ে কার্যত দুশ্চিন্তায় পরিবার।