Bongaon: নাগরিকত্বের নামে ভাঁওতাবাজি, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মতুয়াদের

বনগাঁ: কেউ করছেন পুলিশে অভিযোগ , কেউ করছেন বিক্ষোভ প্রতিবাদ। বিপর্যস্ত নাগরিক জনজীবনI এমনটাতো হওয়ার ছিল না, বলছেন সাধারণ নাগরিকরাইI গত সোমবার থেকেই গোটা দেশে…

বনগাঁ: কেউ করছেন পুলিশে অভিযোগ , কেউ করছেন বিক্ষোভ প্রতিবাদ। বিপর্যস্ত নাগরিক জনজীবনI এমনটাতো হওয়ার ছিল না, বলছেন সাধারণ নাগরিকরাইI গত সোমবার থেকেই গোটা দেশে লাগু হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএI তারপর থেকেই কাৰ্যত দ্বিধাবিভক্ত গোটা মতুয়া সমাজI একেবারে শুরু থেকে আজ পর্যন্তI তৃণমূল পন্থী মতুয়া থেকে শুরু করে খোদ মমতা বালা ঠাকুরI দাবি একটাই , কোনও আবেদন নিবেদন কাগজ পত্র নয়, কোনও ভাঁওতাবাজি নয়, নাগরিকত্ব হবে নিঃশর্তI

Advertisements

এবার সেই দাবিতেই ফ্লেক্স ব্যানার হাতে টায়ার জ্বালিয়ে দফায় দফায় বিক্ষোভ দেখাল মতুয়ারা I তার জেরেই পথে বেরিয়ে তীব্র যান জটে নাকাল সাধারণ নাগরিকরা I শনিবার মতুয়াদের বিক্ষোভের সেই ছবিই ধরা পড়ল উত্তর ২৪ পরগণার ভারত বাংলাদেশ সীমান্তের মতুয়া গড় বনগাঁয় (Bongaon)I

বিজ্ঞাপন

এদিন প্রথম দফায় শান্তি মাতা হরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশনের ব্যানারে গাইঘাটা থানার সামনেই যশোর রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন মতুয়ারাI তার জেরেই কাৰ্যত অবরুদ্ধ হয়ে পড়ে ব্যস্ততম যশোর রোড। প্রায় আধ ঘন্টা ধরে চলে অবরোধ। ঘটনাস্থলে গিয়ে বহু আবেদন নিবেদনের পর বিক্ষোভকারীদের ক্ষোভ প্রশমিত করে পুলিশI ততক্ষণে তীব্র যানজট সৃষ্টি হয় গোটা যশোর রোডেI

অন্য দিকে ওই একই ইস্যুতে ওই দিন বিকেলে বনগাঁ ১ নং রেলগেট এলাকায় যশোর রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় মতুয়ারাI প্রায় ঘন্টা খানেক চলার পর অবশেষে ক্ষান্ত হন বিক্ষোভকারীরাI