Monday, December 8, 2025
HomeWest Bengalভর দুপুরে দাউ দাউ করে জ্বলে উঠল মিষ্টির দোকান, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

ভর দুপুরে দাউ দাউ করে জ্বলে উঠল মিষ্টির দোকান, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

- Advertisement -

ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড-এর ঘটনা ঘটল হাবড়া স্টেশন সংলগ্ন একটি মিষ্টির দোকানে। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। এরপর ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন এবং প্রতিবেশী দোকানদারদের সহযোগিতায় নেভানো হয় আগুন। এবং এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে হাবড়া থানার পুলিশ এবং হাবরা পৌরসভার পৌরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা, তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায়।

এদিকে জনবহুল এলাকায় ভরদুপুরে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে আশে পাশের দোকানের মালিক ও পথচলতি সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে কীভাবে লাগল? আগুন দোকানের ভেতরে থাকা কর্মচারীদের সঙ্গে কথা বলতে গেলে তারা জানায়, গ্যাস সিলিন্ডারে আচমকাই আগুন লেগে যায়। এদিকে আগুন যদি চারিদিকে ছড়িয়ে পড়তো তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেত। যদিও বা কিছুটা হলেও রক্ষা পেয়েছে মিষ্টির দোকানের মালিক। তাও আতঙ্কের মধ্যে রয়েছে আশে পাশের দোকানের মালিক।

   
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular