HomeWest BengalSandeshkhali: ফের হাইভোল্টেজ সন্দেশখালিতে বিজেপির প্রতিনিধি দল, পুলিশের সঙ্গে তুমুল বচসা অগ্নিমিত্রাদের

Sandeshkhali: ফের হাইভোল্টেজ সন্দেশখালিতে বিজেপির প্রতিনিধি দল, পুলিশের সঙ্গে তুমুল বচসা অগ্নিমিত্রাদের

- Advertisement -

শুক্রবারে অশান্ত হয়ে উঠলো সন্দেশখালি (Sandeshkhali)। পুলিশের সঙ্গে ফের একবার বচসায় হয়ে জড়ালেন বিজেপি(BJP)-র কর্মী সমর্থকরা। শুধুমাত্র তাই নয়, আজ পুলিশের সঙ্গে ব্যাপক কথাকাটি অবধি হল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের (Agnimitra Paul) ।

বিজেপি বিধায়কের অভিযোগ, তাঁকে নাকি সন্দেহখালি যেতে দেওয়া হচ্ছে না। প্রাচীরের মতো সামনে দাঁড়িয়ে রয়েছে পুলিশ। বিগত কিছু সময় ধরে সংবাদ শিরোনামে টিকে রয়েছে সন্দেশখালি। রেশন দূর্ণীতিকাণ্ডে ইডির টিমের সেখানে যাওয়া, আক্রান্ত হওয়া, শাহজাহান শেখের পালিয়ে যাওয়া, ইত্যাদি সবকিছু মিলিয়ে এখন যেন সকলের নজর টিকে রয়েছে এই সন্দেশখালির ওপর।

   

ইডি-র টিমের ওপর হামলা থেকে শুরু করে স্থানীয় মহিলাদের সঙ্গে শাহজাহান শেখের অশ্লীলতার অভিযোগকে ঘিরে সরগরম হয়ে রয়েছে সমগ্র বাংলা। এসকল ঘটনার পিছনে দায়ী তৃণমূলের এই হেভিওয়েট নেতা এবং শীঘ্রই তাঁকে গ্রেফতার করতে হবে, এই দাবি তুলে বারবার সন্দেশখালির দিকে পা বাড়াচ্ছে বঙ্গ বিজেপি দল। যদিও বারবার সেখানে যেতে গেলে পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে বঙ্গ বিজেপি নেতাদের। কয়েকদিন আগেই পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির জেরে গাড়ি থেকে পড়ে গিয়ে জ্ঞান হারান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।

এদিকে গতকাল ধর্ণায় অবধি বসেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এরপর আজ এই সন্দেশখালির উদ্দেশ্যে রওনা হন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ও অন্যান্যরা। যদিও আগের মতো ফের একবার তাঁকে আটকে দেয় পুলিশ। এদিন তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে সাংসদরা। বিজেপির দাবি অনুযায়ী, তাঁদের ৫ জনের প্রতিনিধি দল সন্দেশখালি যাবেন। কোনোরকম ১৪৪ ধারা লঙ্ঘন হবে না। কিন্তু পুলিশ আটকে দেয় সকলকে।

এদিকে পুলিশের সামনেই রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন সকলে। পুলিশের সঙ্গে পরে সকলের ধাক্কাধাক্কি লেগে যায়। এহেন ঘটনাকে ঘিরে অশান্ত সন্দেশখালি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular