Barrackpore-এ জোরালো ধাক্কা খেল TMC; অর্জুনের হাত ধরে BJP-তে কয়েকশো কর্মী

লোকসভা নির্বাচনের মুখে ব্যারাকপুরে জোরালো ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি তৃণমূল শিবির ছেড়ে পদ্ম শিবিরে গিয়েছেন অর্জুন সিং, তারই পিছু পিছু এবার তৃণমূল নেতা থেকে…

Arjun-Singh

লোকসভা নির্বাচনের মুখে ব্যারাকপুরে জোরালো ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি তৃণমূল শিবির ছেড়ে পদ্ম শিবিরে গিয়েছেন অর্জুন সিং, তারই পিছু পিছু এবার তৃণমূল নেতা থেকে শুরু করে বহু তৃণমূল কর্মী হাতে তুলে নিলেন বিজেপির পতাকা। অর্জুনের উপস্থিতিতে তাঁরা দল বদল করলেন ভোটের প্রাক্কালে।

জানা গিয়েছে, এবার বিজেপিতে যোগ দিলেন ব্যারাকপুরের যুব তৃণমূল নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে। উত্তর ২৪ পরগনা জেলার পরিবহণ দফতরের আরটিএ বোর্ডের সদস্য ছিলেন প্রিয়াঙ্গু। রাজনৈতিক মহলে তিনি অর্জুন সিং ঘনিষ্ঠ বলেই পরিচিত। গত মাসেই তাঁকে পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল। তারপর থেকেই তাঁর বিজেপিতে যোগদানের সম্ভাবনা সংক্রান্ত জল্পনা ক্রমশই মাথাচাড়া দিচ্ছিল।

   

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং, দলের রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এবং ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শুক্রবার সন্ধ্যায় নৈহাটিতে বিজেপির দলীয় কার্যালয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রিয়াঙ্গু। এছাড়া আমডাঙা বিধানসভা কেন্দ্রের বহু বাম কর্মীও এদিন বিজেপিতে যোগদান করেন।

স্বভাবতই একটা বিশাল সংখ্যক মানুষ বিজেপিতে যোগদান করায়, নির্বাচনের আগে গেরুয়া শিবিরের জমি যে আরও শক্ত হল তেমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। উল্লেখ্য, গত লোকসভা ভোটে বিজেপিতে চলে গিয়েছিলেন অর্জুন সিং, মাঝে ফের তৃণমূলে ফিরেও এসেছিলেন কিন্তু, পরের লোকসভা ভোটের আগে ফের সেই বিজেপিতেই অর্জুন সিং। আর তাঁর সঙ্গে এবার একে একে বিজেপিতে যোগ দিচ্ছেন তাঁর ঘনিষ্ঠ এবং অনুগামীরা। ব্যারাকপুরে কি চাপ বাড়ছে তৃণমূলের?