Digha Accident: দিঘার কাছে বাস-লরির মুখোমুখি ধাক্কায় বহু জখম

দিঘা (Digha) নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে ঘন কুয়াশার জেরে যাত্রীবাহী বাস ও মাছ বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম একাধিক। দুর্ঘটনা পর জাতীয় সড়ক…

দিঘা (Digha) নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে ঘন কুয়াশার জেরে যাত্রীবাহী বাস ও মাছ বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম একাধিক। দুর্ঘটনা পর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশ এসে দুটো গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। দ্রুত গতিতে থাকার কারণে দুর্ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, সকাল ৬.৩০ মিনিট নাগাদ দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা খড়িপুকুরিয়া হাসপাতালের সামনে যাত্রীবাহী বাস ও মাছ বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রীবাহী বাসটি নন্দকুমারের দিকে যাচ্ছিল। অপর দিক থেকে মাছ বোঝাই লরিটি কাঁথির দিকে আসছিল। দুর্ঘটনার ফলে বাসের আট জন যাত্রী সহ মাছ বোঝায় লরি চালক ও খালাসি গুরুতর জখম হন।

স্থানীয় বাসিন্দা ও মারিশদা থানায় পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে লরির চালককে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়লে মারিশদা থানার ওসি প্রলয় চন্দ্র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তৎপরতার সঙ্গে দুটো গাড়ির সরানো কাজ শুরু হয়। তারপরে জাতীয় সড়ক স্বাভাবিক হয়।

মারিশদা থানার ওসি প্রলয় চন্দ্র বলেন ” দুর্ঘটনাগস্ত দুটি গাড়ি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে “। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা প্রণব দাস বলেন ” হঠাৎই বিকট শব্দ শুনতে পাই। ছুটে গিয়ে দেখি বাসের মধ্যে যাত্রীদের চিৎকার। উদ্ধার কাজে হাত লাগাই “।