চাকরি-ব্যবসা নেই, আছে শুধু পার্টি, বিস্ফোরক তৃণমূল বিধায়ক

পেশা বলতে পার্টি। এই দিয়েই ইহজগতের যাবতীয় সুখভোগ। এভাবেই দিন চলে একদল তৃণমূল নেতার। এমনই দাবি করলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী (Manoranjan Byapari)। হুগলি…

পেশা বলতে পার্টি। এই দিয়েই ইহজগতের যাবতীয় সুখভোগ। এভাবেই দিন চলে একদল তৃণমূল নেতার। এমনই দাবি করলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী (Manoranjan Byapari)।

হুগলি লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে বলাগড়। হুগলিতে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় জিতেছেন। কিন্তু বলাগড়ে লিড বিজেপির‌। দলীয় কোন্দলের কারণেই এই হাল বলে দাবি করেছেন বিধায়ক। তাঁর দাবি, কোন্দলের কারণেই ভোট থেকে তাঁকে দূরে সরিয়ে রাখেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

   

বৃহস্পতিবার রাতে সোশাল মিডিয়ায় এ নিয়ে সরব হন মনোরঞ্জন ব্যাপারী। বলাগড়ের তৃণমূল বিধায়ক লেখেন, ‘দিদি জানতেন অন্য অপর কেউ নয়, তৃনমুলকে হারিয়ে দেবে বলাগড় বিধানসভার অভিশাপ শনি রাহু কেতু-আর বিষাক্ত মা মনসা। এটা না করে যে তাদের আর কোনও উপায় ছিল না। বছর বছর ধরে এরা যা অবৈধ অন্যায় উপার্জন করেছে বিজেপিকে সন্তষ্ট না করলে, বিজেপি ক্ষমতায় এলে এদের তিহার না হোক আলিপুর জেলে যেতেই হত। স্থান হোত কুন্তল শান্তনুর পাশের সেলে। তাই তাঁরা নিজে বাঁচার জন্য- বিজেপির প্রার্থীকে জেতাবার জন্য যা যা করবার তা করেছে।’

সেই সঙ্গে তিনি আরও লেখেন, ‘আর এরা ? এদের চাকরী নেই ব্যবসা নেই, আছে শুধু পার্টি। তা দিয়েই এদের ইহ জীবনের যা কিছু সুখ ভোগ প্রাপ্তি । তাই নিয়ে এদের সঙ্গে আমার মত বিরোধ । দিদি দূরদর্শী রাজনৈতিক নেত্রী, তিনি বুঝেছিলেন, এদের কর্মকান্ডে বলাগড়ে রচনা ব্যানার্জী হেরে যাবে-! ওঁরা সেই হারের দায় দোষ সব চাপিয়ে দেবে আমার উপরে। তাই তিনি বাধ্য হয়ে বলেছিলেন আমাকে- “আপনি সরে থাকুন, ওঁদের নির্বাচন করতে দিন” ।
এটা না করে তো দিদির কোনও উপায়ও ছিলনা। বলাগড়ে এরা ছাড়া আর যে তেমন কোন নেতাও নেই। দীর্ঘ বছর ধরে অতি পরিকল্পিত ভাবে সৎ জনদরদী তেমন কাউকেই এরা দলের সামনের সারিতে- নেতৃত্ব পদে আসতেই দেয়নি।’

মনোরঞ্জন ব্যাপারীর দাবি, ‘ভেবে দেখেছিলেন দিদি মমতা ব্যানার্জী, ওদের হাতে নির্বাচনের দায়িত্ব থাকলে দলের হার জিতের জন্য আর আমাকে দোষারোপ করতে পারবে না। সেই জন্যই দিদি আমাকে নির্বাচন থেকে সরে থাকার আদেশ দিয়েছিলেন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবার জন্য আমি দিদি মমতা ব্যানার্জীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি ।’