তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করে বিপত্তি। বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। নদিয়ার শান্তিপুর পৌরসভার ঘটনা।
শান্তিপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের আখিরুল কারিকর কয়েক মাস আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। অভিযোগ, ওই এলাকার শাসকদলের আশ্রিত কয়েকজন দুষ্কৃতী বেশ কিছুদিন ধরেই কংগ্রেস কর্মীদের বিভিন্নভাবে হুমকি দিয়েছিল। এদিন সকালে আখিরুল যখন একটি চায়ের দোকানে বসে ছিলেন। আচমকা ওই এলাকার কয়েকজন যুবক এসে তাকে মারধোর করতে শুরু করে।
তাদের অভিযোগ, আখিরুল কেন তৃণমূলের পতাকা ছিঁড়েছে। চিৎকার-চেঁচামেচি শুরু করলে ঘটনাস্থল ছেড়ে চলে যায় অভিযুক্ত যুবকরা। এরপরেই কংগ্রেস কর্মী আখিরুল কারিকর শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার দাবি, যেহেতু সে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছে সেই কারণেই মিথ্যা অভিযোগ তুলে তাকে মারধর করা হয়েছে।
এলাকার কংগ্রেস প্রার্থী শাকিল আহমেদ বলেন, যেহেতু ওই ওয়ার্ডে তৃণমূল হেরে যাবে সেই কারণেই সন্ত্রাস চালানোর চেষ্টা করছে তারা। শান্তিপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, পুরো ঘটনায় প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন নিজের ভূমিকা পালন করবে।অভিযোগ করলে সেটা সত্যি হয়ে যায় না।