HomeWest Bengalচুরি রুখতে ত্রিপলে লোগো বসাবে মমতার সরকার

চুরি রুখতে ত্রিপলে লোগো বসাবে মমতার সরকার

- Advertisement -

আসছে পঞ্চায়েত ভোট। বিরোধীদের কটাক্ষ,দলের সম্মান বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপল ও ত্রাণ সামগ্রী চুরির মতো অভিযোগে বরবার বিদ্ধ হওয়া তৃণমূল কংগ্রেসকে একটু জনতার দরবারে ভালো প্রমাণ করতে চান মুখ্যমন্ত্রী।

একের পর এক দুর্নীতির অভিযোগ। বারবার আঙ্গুল উঠছে রাজ্য সরকারের দিকে। রাজ্য সরকারের কোনও না কোনও প্রতিনিধি রাজ্যের কোনও না কোনও দুর্নীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ। দুর্নীতির দায় থেকে কিছুটা সম্মান বাঁচাতে নতুন উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস সরকার। ত্রিপল–সহ নানা ত্রাণ সামগ্রীতে এবার বিশ্ববাংলার লোগো লাগানো হবে। যা চুরি করে বিক্রি করতে গেলেই ধরা পড়বে চোরেরা।

   

একের পর এক প্রাকৃতিক দুর্যোগ সাধারণ মানুষকে নাজেহাল পরিস্থিতিতে ফেলে দিয়েছিল। ত্রাণ পাঠিয়েছিল রাজ্য সরকার। কিন্তু বহু হাত ঘুরে সেই ত্রাণ পৌঁছেছে। এবার সেই ত্রিপল দুর্নীতি ঠেকাতেই এমন উদ্যোগ রাজ্য সরকারের।

দুর্যোগ মোকাবিলা দফতরের মন্ত্রী জানিয়েছেন, আমফান, যশ থেকে বুলবুল, সবই মে মাসে আছড়ে পড়েছে। তাই দুর্যোগ মোকাবিলার সরঞ্জাম প্রস্তুত রাখা হচ্ছে। ত্রিপল–সহ ত্রাণ সামগ্রীও প্রস্তুত রাখা হচ্ছে। ত্রাণ সামগ্রী বণ্টন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। তাই এবার ত্রিপল–সহ সব ত্রাণ সামগ্রীতে বিশ্ব বাংলার লোগো বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১১টি জেলা ঝড়বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই এই সব জেলাকে চিহ্নিত করা হয়েছে। সেখানে আগে ত্রাণ সামগ্রী পাঠিয়ে দেওয়া হবে। তারপর অন্যান্য জেলায় ধাপে ধাপে যাবে। এই বন্যাপ্রবণ জেলায় স্পিড বোট পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ৩০ মে’‌র মধ্যে বন্যাপ্রবণ জেলায় স্পিড বোট পাঠিয়ে দেওয়া হবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular