TMC: গোয়ায় টিএমসির ব্যাটন ধরলেন কীর্তি আজাদ

২২-এর বিধানসভা ভোট থেকে শিক্ষা নিয়ে হঠাতই নেতৃত্ব বদল করল তৃণমূল (TMC) শিবির। এবার গোয়া তৃণমূলের দায়িত্বে দেওয়া হল কীর্তি আজাদকে। প্রাক্তন ক্রিকেটার এবং প্রাক্তন…

২২-এর বিধানসভা ভোট থেকে শিক্ষা নিয়ে হঠাতই নেতৃত্ব বদল করল তৃণমূল (TMC) শিবির। এবার গোয়া তৃণমূলের দায়িত্বে দেওয়া হল কীর্তি আজাদকে।

প্রাক্তন ক্রিকেটার এবং প্রাক্তন সাংসদ কীর্তি আজাদকে (Kirti Azad) টিএমসি গোয়া টিএমসির নতুন সভাপতি হিসাবে নিয়োগ করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এক বিবৃতিতে জানিয়েছে, ‘দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রাক্তন সাংসদ কীর্তি আজাদকে টিএমসি গোয়ার নতুন সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে।’

প্রসঙ্গত, কীর্তি আজাদ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভাগবত ঝা-র ছেলে। ভাগবত ঝা বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। কীর্তি আজাদ ভারতীয় জনতা পার্টির হয়ে তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। যদিও পরবর্তী সময়ে তিনি কংগ্রেসে গিয়েছিলেন। তবে ২০২২ সালে পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের মুখে ‘হাত’ শিবির ছেড়ে ঘাসফুল চিহ্নে নাম লেখান আজাদ। সম্প্রতি গোয়ার তৃণমূল কংগ্রেস প্রধান কিরণ কান্দোলকরের স্ত্রী কবিতা সোমবার পদত্যাগ করেন। এর পরেই টিএমসি গোয়া রাজ্য কমিটির তাত্ক্ষণিক পুনর্গঠনের ঘোষণা করেছিল।