পিডব্লুডির এত খাঁই কীসের: মমতা

জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ঝাড়গ্রামের সভা থেকে পিডব্লুডির ওপর বাড়তি টাকার খতিয়ান দেখানোয় ক্ষোভ উগরে দেন তিনি। প্রকাশ্য সভা থেকে মমতার…

জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ঝাড়গ্রামের সভা থেকে পিডব্লুডির ওপর বাড়তি টাকার খতিয়ান দেখানোয় ক্ষোভ উগরে দেন তিনি। প্রকাশ্য সভা থেকে মমতার প্রশ্ন, পিডব্লুডির এত খাঁই কীসের?

মুখ্যমন্ত্রী বলেন, পিডব্লুডিকোনও কিছু করতে চায় না। প্রথমে ৫ টাকা ধরে। একবছর পরে সেটাকে বাড়িয়ে ১৫ টাকা করে দেয়। এটা বরদাস্ত হবে। তখন ঝাড়গ্রামের জেলা শাসক বলেন, ডিপিআর তৈরি হয়ে গেলেও এখনও কাজ হয়নি। তিনি বলেন, দুটো গেট কম্যুনিটি হল সহ খরচ পড়বে প্রায় ৩২ কোটি।

এরপরেই মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন অর্থ দফতর এত টাকা কেন দেবে? নিজেই বলে দেন ৬ কোটি টাকার মধ্যে সমস্ত কাজ সেরে ফেলতে হবে। পিডব্লুডির কোনও প্রয়োজন নেই। এইচআরবিসি এবং হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টের অনেক ছেলেরা বসে রয়েছে, তাদেরকে কাজে লাগানো হোক। পিডব্লুডি থেকে কিছু কাজ কেটে নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

এরপরেই মুখ্যমন্ত্রীর প্রশ্ন, পিডব্লুডির খাঁই কত! কালীঘাটের মোড়ের কাছে অত বড় গেট করতে ৫০ লক্ষ টাকা খরচ হয়েছে। কলকাতায় পাড়ায় পাড়ায় কম্যুনিটি সেন্টার তৈরি করতে খরচ হয়েছে দেড় কোটি টাকা করে। তিনি তলা বাড়ি তৈরি হয়েছে। কলকাতায় যদি হতে পারে, তাহলে এখানে এত টাকা কেন খরচ হবে?

সমস্ত পুরাতন ডিপিআর কেটে নতুন করে ডিপিআর করে কাজ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।