TMC: মমতা নাকি মুখ্যমন্ত্রী অভিষেক! তৃণমূল হাইকম্যান্ড নিয়ে বাড়ছে দ্বন্দ্ব

রাজ্যে টানা তিনবার ক্ষমতায় এসেছে (TMC) তৃণমূল কংগ্রেস। চলছে সেই সরকারের বর্ষপূর্তী। এরই মধ্যে দলের অন্দরেই পরবর্তী মুখ্যমন্ত্রী পদ নিয়ে ভবিষ্যদ্বাণী শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী পদে…

TMC: মমতা নাকি মুখ্যমন্ত্রী অভিষেক! তৃণমূল হাইকম্যান্ড নিয়ে বাড়ছে দ্বন্দ্ব

রাজ্যে টানা তিনবার ক্ষমতায় এসেছে (TMC) তৃণমূল কংগ্রেস। চলছে সেই সরকারের বর্ষপূর্তী। এরই মধ্যে দলের অন্দরেই পরবর্তী মুখ্যমন্ত্রী পদ নিয়ে ভবিষ্যদ্বাণী শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী পদে অভিষেককে বসিয়ে দিনক্ষণ ঠিক করে দিচ্ছেন তৃণমূলের নেতা নেত্রীরাই৷ যে বিষয়টাকে আদতে ভালোভাবে নিচ্ছেন না দলের বর্ষীয়ান নেতারা। অন্তত পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্যে সেটাই স্পষ্ট।

তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন, ততদিন তিনি আছেন। দলের কোন বিজ্ঞ কী বলল, তাতে কিছু এসে যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর কে নেতা হবেন, তা মমতা যতক্ষণ আছেন, ততক্ষণ বলতে পারছি না। বলেছেন পার্থ চট্টোপাধ্যায়। অবশ্য পার্থবাবুকে দলীয় শৃঙ্খলারক্ষাকারী কমিটির চেয়ারম্যান পদ থেকে সরতে হয়েছে।

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, শাসক দলের মুখপাত্র হয়ে কাজ করতে গিয়ে দলেরই নেতাদের বিরুদ্ধে আলটপকা মন্তব্য করে বসছেন নতুন নেতারা। বঙ্গ রাজনীতিতে তাঁরা বর্ষীয়ান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুজ সৈনিক বলেই পরিচিত৷ কিন্তু দলের নতুন সেনাদের ভাবভঙ্গি নিয়ে পুরাতন নেতারা মুখ না খুললেও বরং দূরত্ব রেখেই চলছেন। তাই সকলকে একযোগে বার্তা দিতেই বৃহস্পতিবার বৈঠকে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো।

Advertisements

যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক অদূর ভবিষ্যত সম্পর্কে কিছুই বলছেন না। বরং একাধিক মঞ্চ থেকে বাংলার মানুষকে আশ্বস্ত করেছেন আগামী কয়েক দফায় মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবেন। তবে জাতীয় রাজনীতিতে তৃণমূল সুপ্রিমোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কসুর কম করছেন না।

২৪ রাজনীতিতে কী হবে? সেটা এখনই বলা সম্ভব নয়। সেকথা এখনই বলতে চান না মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ কিন্তু একের পর নেতাদের ভবিষ্যদ্বাণীতে নিজেদের রাজনৈতিক সন্ন্যাসের সময়সীমা এখন থেকেই ঠিক করে নিচ্ছেন বর্ষীয়ানরা৷