“দাঙ্গা করে ভোটে জিততে মরিয়া মমতা”! বিস্ফোরক দীলিপ

Dilip Ghosh Shares Details of His Discussion with Shamik Bhattacharya
Dilip Ghosh Shares Details of His Discussion with Shamik Bhattacharya

কলকাতা: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে এসআইআর (SIR) নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। “দাঙ্গা, দমনপীড়ন করে ভোটে জিততে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়”, বলে রবিবার বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা দীলিপ ঘোষ (Dilip Ghosh)।

দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্তার উপর শনিবারের হামলার পর শাসকদলের বিরুদ্ধে নতুন করে তোপ দাগলেন তিনি। এদিন সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে দীলিপ বলেন, “এসআইআর-এর দিন জোট ঘনিয়ে আসছে, তৃণমূলের আতঙ্ক তত বাড়ছে।”

   

“সাংসদ, বিধায়ক, জনপ্রতিনিধিরা মানুষের কাছে পৌঁছোতে না পারলে নির্বাচন কি করে হবে? রাজ্যে গণতন্ত্র কোথায়? নিরাপত্তা থাকা সত্ত্বেও সাংসদ, বিধায়কদের উপর যদি হামলা হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?” বলে প্রশ্ন দাগেন বিজেপি নেতা।

“রাজু বিস্তার উপর হামলা কাপুরুষোচিত”!

শনিবার সন্ধ্যায় সুখিয়া পোখরির মাসধুরা এলাকায় দার্জিলিং-এর বিজেপি সাংসদ রাজু বিস্তার (Raju Bista) কনভয়ে ইট-পাথর বৃষ্টির হামলা হয়। রিম্ভিক ও লোধামায় ধস-বিধ্বস্ত অঞ্চল পরিদর্শন শেষে ফেরার পথে হামলার মুখে পড়ে সাংসদের কনভয়। তবে রাজু বিস্তার গাড়ির পরিবর্তে তাঁর পেছনের একটি গাড়িতে হামলা হওয়ায় অল্পের জন্য প্রাণে বাঁচেন সাংসদ বলে জানা যায়।

এই ঘটনায় শাসকদলের দিকেই ইঙ্গিত করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এই প্রসঙ্গে রবিবার দীলিপ ঘোষ বলেন, “আগেও বিজেপি সাংসদ-বিধায়কের উপর হামলা হয়েছে। এই ঘটনা কাপুরুষোচিত।” রাজ্যে হিংসার ঘটনা উত্তরোত্তর বাড়ছে বলে দাবী করেন দীলিপ। “তৃণমূল গুন্ডারাজ” চালাচ্ছে বলে অভিযোগ তাঁর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন