‘পাস’ নিয়ে চাকরিহারাদের দু’পক্ষের মধ্যে বচসা! নেতাজি ইন্ডোরের সামনে তুলকালাম

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের আগে নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের দুই পক্ষের মধ্যে তুমুল বিক্ষোভে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এক পক্ষ বৈঠকের জন্য ‘পাস’ নিয়ে…

mamata banerjees meeting with SSC jobless candidates

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের আগে নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের দুই পক্ষের মধ্যে তুমুল বিক্ষোভে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এক পক্ষ বৈঠকের জন্য ‘পাস’ নিয়ে আসলেও, অন্য পক্ষ তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে। এই ঘটনায় পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। (mamata banerjees meeting with SSC jobless candidates)

mamata banerjees meeting বৈঠকের জন্য ‘পাস’

একদল চাকরিহারা দাবি করছেন, তাঁদের কাছে বৈঠকের জন্য ‘পাস’ আছে এবং তাঁরা শহিদ মিনার থেকে মিছিল করে নেতাজি ইন্ডোরে পৌঁছেছেন। তাঁদের মতে, শুধুমাত্র ‘যোগ্য’ প্রার্থীরাই বৈঠকে অংশ নিতে পারবেন। এদিকে, অন্য একটি অংশ অভিযোগ করছে যে, তাঁদের কাছে কোনো ‘পাস’ নেই। তাঁরা প্রশ্ন তুলেছেন, ‘‘এই ‘পাস’ কোথা থেকে এল এবং এর বৈধতা কী?’’

চাকরিহারাদের এক পক্ষ জানাচ্ছে, নবান্ন থেকেই ‘পাস’ দেওয়া হয়েছে এবং শুধুমাত্র মামলাকারী বা পরীক্ষায় ‘যোগ্য’ প্রার্থীরা এই পাস পেয়েছেন। এমনকি ওএমআর শিটের মাধ্যমে ‘যোগ্য’ প্রার্থীদের বাছাই করা হয়েছে।

mamata banerjees meeting কোনো ‘পাস’ পাননি

অপর পক্ষের অভিযোগ, তাঁরা কোনো ‘পাস’ পাননি, তবে তাদের দাবি, বৈঠকে উপস্থিত থাকার জন্য তাঁদেরও অধিকার রয়েছে। রবিবার রাতে ‘অযোগ্য’ প্রার্থীরা শহিদ মিনারে গিয়ে নেতাজি ইন্ডোরের বৈঠকের ‘পাস’ চেয়েছিলেন। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘‘যদি বৈঠকে কোনো অযোগ্য প্রার্থী উপস্থিত হন, তবে তাঁরা বৈঠকটি বানচাল করে দেবেন।’’

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকার জন্য নেতাজি ইন্ডোরের সামনে রবিবার রাত থেকে জড়ো হতে শুরু করেন চাকরিহারা প্রার্থীরা। কিন্তু তাঁদের অভিযোগ, সকলকে ভিতরে যাওয়ার ‘পাস’ পাচ্ছেন না। ‘পাস’ বিক্রি হয়ে যাচ্ছে। যাঁরা রাত থেকে বসে আছেন, তাঁরা ‘পাস’ পাননি বলেই অভিযোগ। এই পাসকে কেন্দ্র করেই চাকরিহারাদের দু’পক্ষ ব্যাপক বচসায় জড়ায়৷ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ৷ উপস্থিত রয়েছেন খোদ ডিসি সেন্ট্রাল। তিনি জানিয়েছেন, যাঁদের কাছে ‘পাস’ আছে, তাঁদের অন্য গেট দিয়ে ভিতরে ঢোকার বন্দোবস্ত করা হয়েছে। যাঁদের কাছে পাস নেই তাঁদের শান্ত হয়ে দাঁড়াতে বলা হয়েছে৷ 

Advertisements

ব্যাপক দুর্নীতি  mamata banerjees meeting

উল্লেখ্য, ব্যাপক দুর্নীতির অভিযোগে ২০১৬ সালে এসএসসি-র সম্পূর্ণ প্যানেলই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। চাকরি গিয়েছে ২৫ হাজার ৭৩৫ জনের। এই সঙ্কটের সময়ে চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলা সওয়া ১২টা নাগাদ নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের একাংশের সঙ্গে বৈঠকে বসবে মুখ্যমন্ত্রী৷ 

West Bengal: Before CM Mamata Banerjee’s meeting, a clash erupted between two groups of job seekers at Netaji Indoor Stadium over the validity of passes. One group claims legitimacy, while the other questions it, leading to escalating tensions in Kolkata.