আবাস যোজনার টাকা নিয়ে ফের একবার কেন্দ্রকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেইসঙ্গে আজ মঙ্গলবার বাংলাজুড়ে চাকরির আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।
মেদিনীপুরের বুকে দাঁড়িয়ে মমতা বলেন, ‘চাকরির অভাব হবে না বাংলায়। কারণ শিল্পের হাওয়া বইছে এখানে। আগামী দিনে শেষ কথা বলবে বাংলা। পুরুলিয়া, মেদিনীপুরে শিল্প কারখানা তৈরি হবে। আগামী দিনে গর্জন বাংলাই করবে। দিল্লির ভিক্ষা চাই না। লক্ষ্মীর ভাণ্ডার আজ মডেল, বাংলার দেখাদেখি দিল্লিও করছে।’
আজ সিপিএমকে আক্রমণ করে তৃণমূল সুপ্রিমো বলেছেন, ‘যারা আগে সিপিএমে ছিলেন তারাই আজ বিজেপিতে।’