‘ভোটে সন্ত্রাস চালিয়েছিল শান্তনু’ মুখ খুলছেন TMC নেতারা, অস্বস্তিতে মমতা

নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেস (TMC) নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। শান্তনুর বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। এই পরিস্থিতিতে শান্তনু একের পর এক নাম বলছে।

Mamata Banerjee Shantanu Banerjee

নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেস (TMC) নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। শান্তনুর বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। এই পরিস্থিতিতে শান্তনু একের পর এক নাম বলছে। তার বয়ান ধরে তদন্ত চলছে। শান্তনুকে নিয়ে প্রবল চিন্তায় তৃণমূল। তার বিরুদ্ধেই দলীয় নেতারা এবার মুখ খুলছেন।

হুগলি জেলার তৃণমূলের নেতাদের অভিযোগ, বরাবর বলাগড়ে তৃণমূলের আধিপত্য ছিল। তা স্বত্বেও নিজের পেটোয়া লোককে প্রার্থী করে জেতার জন্য সন্ত্রাস চালিয়েছিল শান্তনু। যাদের গ্রহণযোগ্যতা নেই, তাঁদের জেতাতেই এই কৌশল করেছিল। এর জেরে গত লোকসভা নির্বাচনে ওই এলাকায় পিছিয়ে পড়েন তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না দে নাগ। একাধিক নেতাদের বক্তব্য, তাঁদের ওপরেও হামলা হতে পারে এই ভয়ে ত়খন মুখ খুলতে রাজি হননি অনেকেই।

স্থানীয় তৃণমূল নেতাদের বক্তব্য, সিমকার্ড দোকানের মালিক থেকে বিপুল অঙ্কের সম্পত্তি শান্তনু করেছিল, তা মানুষ মোটেই ভালোভাবে নেয়নি। শুধুমাত্র নিয়োগ দুর্নীতি নয়, পুরশুড়া ও খানাকুলে মুণ্ডেশ্বরী-দামোদরের অবৈধ অনেক বালিখাদে শান্তনুর অংশিদারিত্ব ছিল বলে অভিযোগ উঠেছে। নেতাদের একাংশের অভিযোগ, সমস্ত বালিখাদ থেকে আয়ের ৫ থেকে ৬ শতাংশ যেত শান্তনুর পকেটে।

ইডির তরফে জানানো হয়েছে, শান্তনুর কাছ থেকে উদ্ধার হওয়া সম্পত্তির পরিমাণ ১১১ কোটিরও বেশি। চুঁচুড়া, বলাগড়, চন্দননগর সহ একাধিক জায়গায় তার বিপুল অঙ্কের সম্পত্তির হদিশ মিলেছে। ইডি সূত্রে খবর, শান্তনুর বিপুল সম্পত্তি সংক্রান্ত তথ্য আদালতে তুলে ধরা হবে।