BLO বিতর্কে মুখ খুললেন মমতা, বললেন, “কোনও ফর্ম পূরণ করিনি, করবও না”

Waiting Through Time, Mamata Refuses to Move Until the Symbol Appears
Waiting Through Time, Mamata Refuses to Move Until the Symbol Appears

কলকাতা: বিশেষ নিবিড় সংশোধন (SIR) পর্বে তাঁর নাম ঘিরে সংবাদমাধ্যমে ছড়ানো খবরে তীব্র প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার তিনি এক বিবৃতিতে স্পষ্ট জানান, নিজে এখনও কোনও এনুমারেশন ফর্ম পূরণ করেননি এবং করবেনও না, যতক্ষণ না রাজ্যের প্রতিটি মানুষ ফর্ম পূরণ করেন।

ফর্ম নিয়ে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী বলেন, “গতকাল দায়িত্বপ্রাপ্ত BLO আমাদের পাড়ায় এসেছিলেন তাঁদের নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে, আমার রেসিডেন্স অফিসে এসে রেসিডেন্সের ক’জন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গিয়েছেন। যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজে কোনও ফর্ম পূরণ করিনি এবং করবও না।”

   

তিনি আরও দাবি করেন, “বিভিন্ন সংবাদমাধ্যম ও সংবাদপত্র প্রকাশ করেছে যে, আমি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে BLO-র কাছ থেকে এনুমারেশন ফর্ম গ্রহণ করেছি। এই খবর সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।”

মুখ্যমন্ত্রীর বার্তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ Mamata Banerjee Voter Form

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটার তালিকা সংশোধন পর্বে মুখ্যমন্ত্রীর এই বার্তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে রাজ্যজুড়ে SIR প্রক্রিয়া চলছে, আর তার মধ্যেই মুখ্যমন্ত্রীর এই প্রতিক্রিয়া জল্পনা বাড়িয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন