বর্ধমান সফরে মুখ্যমন্ত্রী, একাধিক প্রকল্পের উদ্বোধন

মঙ্গলবার পূর্ব বর্ধমান সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রশাসনিক সূত্রে খবর, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের মাঠে দুপুর দু’টোয় শুরু হবে প্রশাসনিক বৈঠক। এই…

US Tariff Hike Deals Blow to West Bengal’s Leather, Marine and Engineering Sectors

মঙ্গলবার পূর্ব বর্ধমান সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রশাসনিক সূত্রে খবর, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের মাঠে দুপুর দু’টোয় শুরু হবে প্রশাসনিক বৈঠক। এই বৈঠকে উপস্থিত থাকবেন পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক, দুই জেলার পুলিশ সুপার, জনপ্রতিনিধি, জেলা পরিষদের সভাধিপতি এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর এই সফরে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের সম্ভাবনা রয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই জেলাজুড়ে উত্তেজনা ছড়িয়েছে।

সবচেয়ে আলোচিত প্রকল্প হলো বর্ধমান সদরঘাটে দামোদর নদীর উপর প্রস্তাবিত শিল্প সেতু। পুরনো কৃষক সেতু দীর্ঘদিন ধরে বয়সের ভারে জীর্ণ হয়ে পড়েছে, ফলে যানবাহনের ক্রমবর্ধমান চাপ সামাল দিতে নতুন সেতুর প্রয়োজনীয়তা দীর্ঘদিনের দাবি ছিল। এই শিল্প সেতু নির্মাণ হলে বর্ধমান আরামবাগ রোডের সংযোগ আরও সুদৃঢ় হবে বলে আশা করছেন এলাকাবাসী। মুখ্যমন্ত্রীর হাত ধরেই এই বহু প্রতীক্ষিত প্রকল্পের শিলান্যাস হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

   

শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মন্তেশ্বর হাসপাতালের সম্প্রসারিত ভবনের কাজেরও শিলান্যাস করবেন। এছাড়াও কাটোয়া ও মঙ্গলকোটের বিভিন্ন রাস্তা নির্মাণ প্রকল্পের সূচনা হবে। সভামঞ্চ থেকেই ‘সবুজ সাথী’ প্রকল্পের সাইকেল বিতরণ, ‘কৃষক বন্ধু’ প্রকল্পের সুবিধা প্রদান এবং ভূমিহীনদের মধ্যে জমির পাট্টা বিতরণ করবেন মুখ্যমন্ত্রী।

বিশেষ আকর্ষণ হতে চলেছে রাজ্যের নতুন প্রকল্প ‘শ্রমশ্রী’, যা পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষভাবে তৈরি। এই প্রশাসনিক বৈঠক থেকে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির সূচনা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সফরের সময় তিনি রাজ্য সরকারের জনপ্রিয় কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরও পরিদর্শন করতে পারেন। এজন্য জামালপুর, মেমারি এবং বড়শুলে শিবির প্রস্তুত রাখা হয়েছে।

Advertisements

মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে বর্ধমান শহরকে সাজিয়ে তোলা হয়েছে উৎসবমুখর পরিবেশে। বীরহাটা সময় স্তম্ভ, ঐতিহাসিক কার্জন গেট এবং পুরো জিটি রোডে সরকারি প্রকল্পের ফেস্টুন ও ব্যানারে রঙিন হয়ে উঠেছে শহর। সভাস্থল হিসেবে বেছে নেওয়া হয়েছে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের মাঠ, যেখানে নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরের জন্য হেলিপ্যাডের ব্যবস্থা থাকলেও, তিনি সড়ক পথে আসবেন বলে ধারণা করা হচ্ছে।

এই সফরের সঙ্গে জড়িয়ে আছে জেলার অর্থনৈতিক প্রত্যাশাও। বর্ধমানের বিখ্যাত মিষ্টি হাব প্রকল্প নতুন করে আলোচনায় এসেছে। ২০১৭ সালে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের সূচনা করেছিলেন, কিন্তু লোকসানের কারণে মিষ্টি হাব এখন প্রায় বন্ধের মুখে। ব্যবসায়ীদের দাবি, মুখ্যমন্ত্রী যদি চান, তবে তাঁরা তাঁদের প্রস্তাব সরাসরি তাঁর কাছে তুলে ধরতে চান।

মঙ্গলবার দুপুরে বর্ধমান পৌঁছে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন এবং তার পর একে একে সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন। শিল্প সেতুর শিলান্যাস ছাড়াও এই সফর থেকে নতুন কোন চমক আসে কি না, সেটাই এখন দেখার বিষয়।