কলকাতা: রাজ্যের ভোটার তালিকা যাচাইয়ের বিতর্কিত SIR (Special Summary Revision) প্রক্রিয়া নিয়ে আশঙ্কা চরমে। বিশেষত মতুয়া অধ্যুষিত এলাকায় হিন্দু উদ্বাস্তদের মধ্যে আতঙ্কের আবহ ঘনীভূত হচ্ছে। ঠিক সেই সময়েই বিষয়টির রাজনৈতিক তাৎপর্য আরও বাড়িয়ে পথে নামার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস।
ঠাকুরনগরে পদযাত্রা
দলীয় সূত্রে খবর, আগামী ২৫ নভেম্বর, মঙ্গলবার ঠাকুরনগরে পদযাত্রা করবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়াদের আবাসভূমি হিসেবে পরিচিত ওই এলাকায় মুখ্যমন্ত্রীর মিছিলের পাশাপাশি অনুষ্ঠিত হবে একটি জনসভাও। উদ্বাস্তু হিন্দু ভোটব্যাঙ্কে যে আশ্বাসের বার্তা পৌঁছে দিতে তৃণমূল মরিয়া, মমতার এই কর্মসূচির মধ্যেই তার সুস্পষ্ট ইঙ্গিত দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তার আগের দিন ২৪ নভেম্বর, সোমবার কলকাতায় দলের প্রায় ১০ হাজার কর্মীর সঙ্গে বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকের মূল ফোকাস—SIR প্রক্রিয়া চলাকালীন কোনও বৈধ ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না পড়ে তা নিশ্চিত করা। বিশেষ গুরুত্ব দেওয়া হবে মতুয়া অধ্যুষিত অঞ্চলের সংগঠন ও তথ্যসংগ্রহের কাজে।
কলকাতায় যৌথ পদযাত্রা Mamata Banerjee to hold a massive march
এর আগে কলকাতায় যৌথ পদযাত্রার সময় মমতা ও অভিষেক দু’জনেই সাফ বার্তা দিয়েছিলেন, “দিদি এখনও আছে! ভয় পাবেন না। ওরা কারও নাম বাদ দিতে পারবে না। দরকারে থালাবাটি বেচে আমরা আপনাদের সাহায্য করব।”
মুখ্যমন্ত্রীর আহ্বান, যাঁদের প্রয়োজনীয় কাগজপত্র নেই তাঁরা তৃণমূলের ক্যাম্পে যোগাযোগ করুন; দলীয় কর্মীরা কাগজ, সমন্বয় ও যাচাই, সবদিকেই সাহায্য করবে।
নির্বাচন কমিশনকে চিঠি—‘অপরিকল্পিত SIR চালালে ক্ষতি অনিবার্য’
রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি প্রশাসনিক পথেও চাপ বাড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে SIR প্রক্রিয়া অবিলম্বে সংশোধনের অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
চিঠিতে তাঁর অভিযোগ—
পরিকল্পনাহীনভাবে SIR পরিচালিত হচ্ছে
BLO-দের ওপর অস্বাভাবিক কাজের চাপ তৈরি করা হয়েছে, যা তাঁদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক
ধান চাষের ব্যস্ত সময়ে এই প্রক্রিয়া কৃষক পরিবারগুলোর জীবনযাত্রা ব্যাহত করছে
এই চাপের ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় আত্মহত্যার মতো ঘটনাও সামনে এসেছে
মমতার তীব্র সতর্কবার্তা, “এই প্রক্রিয়া যদি অবিলম্বে সংশোধন না হয়, তবে তা সকলের কাছেই ক্ষতির।”
ভোটার তালিকার লড়াইয়ে কেন্দ্রবিন্দু মতুয়া ভোটব্যাঙ্ক
বিশেষজ্ঞদের মতে, SIR নিয়ে রাজনৈতিক সংঘাত দ্রুতই মতুয়া অধ্যুষিত এলাকা কেন্দ্রিক ভোটব্যাঙ্ক রণনীতিতে রূপ নিচ্ছে। আগামী নভেম্বরের পদযাত্রা ও কর্মী-বৈঠক—দুটি কর্মসূকিই একই সময়ে সাজানো, এবং একই বার্তা বহন করছে—উদ্বাস্তু হিন্দুদের পাশে থাকার স্বপক্ষে রাজনৈতিক শক্ত প্রদর্শন।
বিধানসভা নির্বাচনের আগে SIR বিতর্ক নতুন করে বাংলা-রাজনীতির কেন্দ্রে উঠে আসায় পরবর্তী এক সপ্তাহকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ সময় বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।


